/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/11/Srabanti-Anupam.jpg)
বিজেপি নেতা অনুপম হাজরা টুইট করে ব্যঙ্গ করেছেন শ্রাবন্তীকে।
একুশের নির্বাচনের আগে পদ্মশিবিরে যোগ দিয়েছিলেন। ভোটে লড়ার টিকিটও পেয়ে যান। তৃণমূলের হেভিওয়েট প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে হেরেও যান। সেই অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আট মাসের মধ্যেই মোহভঙ্গ হল। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় সদর্পে ঘোষণা করলেন, বিজেপি ছাড়লেন তিনি। এরপরই শ্রাবন্তীকে কটাক্ষ করতে ছাড়ছেন না গেরুয়া শিবিরের নেতারা।
বিজেপি নেতা অনুপম হাজরা টুইট করে ব্যঙ্গ করেছেন শ্রাবন্তীকে। লিখেছেন, "শ্রাবন্তীর মতো নেত্রী বিজেপি ছেড়ে চলে যাওয়ায় সংগঠনের যে ভয়ানক ক্ষতি হয়ে গেল, তা হয়তো ভবিষ্যতে কোনওদিনই পূরণ হবে না।" আদতে শ্রাবন্তীর বিজেপি ছাড়া নিয়ে মশকরাই করেছেন অনুপম। তিনি টুইটে বোঝাতে চেয়েছেন, শ্রাবন্তী কোনওদিনই সংগঠক ছিলেন না। ভোটপাখি হিসাবে দলে যোগ দিয়েছিলেন। তাই এখন দল ছেড়ে দিলে বিজেপির কোনও ক্ষতি হবে না।
— Anupam Hazra (Dr. Anupam Hazra) (@tweetanupam) November 11, 2021
প্রসঙ্গত, ভোটের পর থেকেই টালিগঞ্জের তারকামহল বিজেপি থেকে দূরত্ব তৈরি করেছেন। ভোটে ভরাডুবির কারণ হিসাবে নেতৃত্বের ব্যর্থতাকেই দুষে অনেকেই যাঁরা ভোটের আগে বিজেপিতে ভিড়েছিলেন, তাঁরা এবার পদ্মবিমুখ। দলীয় কর্মসূচিতেও দেখা যায় না। তারপর বিজেপি নেতা তথাগত রায় যেভাবে শ্রাবন্তী-পায়েল-তনুশ্রীদের আক্রমণ করেছেন টুইটারে তাতে তারকারা কিছুটা ক্ষুব্ধ। স্বাভাবিক ভাবেই শ্রাবন্তীর বিজেপি ছাড়া ছিল সময়ের অপেক্ষা, বলছে রাজনৈতিক মহল।
সম্প্রতি, টালিগঞ্জের একঝাঁক তারকার মতো শ্রাবন্তীকেও বিজয়া সম্মিলনীতে আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যক্তিগত কারণে সেখানে থাকতে পারেননি তিনি। কিন্তু রাজনৈতিক মহলের ব্যাখ্যা, বিজেপি না ছেড়ে মমতার আমন্ত্রণে সাড়া দিতে চাননি শ্রাবন্তী। তাই বিজেপি ছেড়ে এবার দায়মুক্ত হলেন অভিনেত্রী। এবার কি গন্তব্য তৃণমূল, সে জল্পনা নিজেই উস্কে দিয়েছেন শ্রাবন্তী। কারণ, বাংলার সার্বিক উন্নয়ন প্রসঙ্গে বিজেপির উদ্যোগের অভাবকে টুইটে দায়ী করায় শ্রাবন্তীর জোড়াফুলে যোগ দেওয়ার জল্পনা গাঢ় হয়েছে।
Severing all ties with the BJP, the party for which I fought the last state elections.Reason being their lack of initiative and sincerity to further the cause of Bengal...
— Srabanti (@srabantismile) November 11, 2021
শ্রাবন্তী দল ছাড়ায় বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, "শ্রাবন্তী স্বেচ্ছায় এসেছিলেন, স্বেচ্ছায় চলে যাচ্ছেন। তাঁর দলত্যাগে বিজেপির কোনও সমস্যা হবে না।" রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অবশ্য এ বিষয়ে আক্ষেপ করেছেন। সংবাদমাধ্যমকে বলেছেন, "উনি ভোটে প্রার্থী হয়েছিলেন। থাকলে দলেরই ভাল হত। কিন্তু দল ছাড়ছেন তাতে কোনও সমস্যা হবে না। বিজেপি করলে টালিগঞ্জে কাজ পাওয়া যায় না।"
আরও পড়ুন ‘বাংলার জন্য কোনও উদ্যোগই নেই’, বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন শ্রাবন্তী
এদিকে, এদিন সকাল থেকেই নিজের সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে বিজেপিতে যোগ দেওয়া থেকে শুরু করে দলীয় সংক্রান্ত সমস্ত পোস্ট মুছে দিয়েছেন শ্রাবন্তী। বোঝাই যাচ্ছে, ভেবেচিন্তেই বিজেপি ছেড়েছেন অভিনেত্রী।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন