Advertisment

কামারহাটিতে জয়ী মদনের পুত্রবধূ মেঘনা, মিত্র পরিবারে আরও এক জনপ্রতিনিধি

প্রথমবার পরীক্ষায় বসেই সসম্মানে উত্তীর্ণ মেঘনা।

author-image
IE Bangla Web Desk
New Update
Meghna Mitra

প্রথমবার ভোটে দাঁড়িয়ে বিরাট জয় পেলেন মদন মিত্রর পুত্রবধূ মেঘনা মিত্র।

শ্বশুরের পদাঙ্ক অনুসরণ করে রাজনীতিতে। আর প্রথমবার ভোটে দাঁড়িয়ে বিরাট জয় পেলেন মদন মিত্রর পুত্রবধূ মেঘনা মিত্র। কামারহাটি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে তৃণমূলের টিকিটে দাঁড়িয়েছিলেন মেঘনা। গণনাশেষে দেখা যায়, তিনি সাড়ে চার হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন। মদনের পরিবারে এবার আরও এক জনপ্রতিনিধি হলেন।

Advertisment

মেঘনা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএম প্রার্থীকে হারিয়ে প্রথম বার ভোটে দাঁড়িয়েই কাউন্সিলর হলেন। মদনের পরিবারে তিনি দ্বিতীয় জনপ্রতিনিধি। ছোট ছেলে শুভরূপ মিত্রের স্ত্রী কামারহাটিরই মেয়ে। তাই এবার কামারহাটি পুরসভায় ভোটে দাঁড়িয়েছিলেন মেঘনা। অবশ্য তাঁর টিকিটপ্রাপ্তির নেপথ্যে শ্বশুরের অবদান অনস্বীকার্য।

প্রচারেও বউমাকে সঙ্গে নিয়ে ঘুরেছেন মদন। রাজনীতিতে আনকোড়া মেঘনাকে আগলে আগলে রেখেছিলেন। বাড়ি বাড়ি ঘুরে হাতজোড় করে ভোট চেয়েছেন মেঘনা। প্রথমবার পরীক্ষায় বসেই সসম্মানে উত্তীর্ণ মেঘনা। সূত্রের খবর, কামারহাটিতে বোর্ড গঠন হলে বড় পদ পেতে পারেন তিনি।

আরও পড়ুন অস্তমিত অধিকারী ম্যাজিক, শুরু গিরি-রাজ, ফুল পাল্টালো না কাঁথি

এবারের পুরভোটে কামারহাটিতে গন্ডগোলও হয়েছিল। পুলিশের স্টিকার লাগানো গাড়িতে তৃণমূল প্রার্থী বহিরাগতদের নিয়ে এসে এলাকায় অশান্তি করেছিলেন বলে অভিযোগ ওঠে। উত্তেজিত জনতা সেই গাড়ি ভাঙচুরও করেন। মদন মিত্রর বিরুদ্ধে বহিরাগতদের আনার অভিযোগ ওঠে। তবে শেষ পর্যন্ত শেষ হাসি হাসলেন মদনই।

Kamarhati West Bengal Municipal Elections Meghna Mitra Madan Mitra
Advertisment