Advertisment

স্বাস্থ্যসাথী কার্ড করাতে শিবিরে বিজেপি নেতার পরিবার, মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা

জেলা সভাপতির পরিবার মুখ্যমন্ত্রীর উদ্যোগের প্রশংসা করায় রীতিমতো অস্বস্তিতে বিজেপি।

author-image
IE Bangla Web Desk
New Update
bjp

বিজেপির পতাকা।

স্বাস্থ্যসাথী প্রকল্প, এই যুগান্তকারী পদক্ষেপ নিয়ে রাজ্যের শাসকদলের সঙ্গে বিরোধী দল বিজেপি-বাম-কংগ্রেসের তরজা অব্যাহত। ভোটের মুখে এই স্বাস্থ্য প্রকল্প নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়ছে না ডান-বাম দলগুলি। পুরোটাই ভাওতাবাজি বলছেন বিরোধীরা। কিন্তু এবার সেই স্বাস্থ্যসাথী প্রকল্পেই নাম নথিভুক্ত করলেন বিজেপি নেতার পরিবার। রীতিমতো লাইন দিয়ে কার্ড করালেন বিজেপি নেতার বাবা-মা সহ আরও কয়েকজন। এই উদ্যোগের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাও করেছেন তাঁরা। যার জেরে অস্বস্তিতে গেরুয়া শিবির।

Advertisment

শনিবার ঝাড়গ্রামের ১৪ নম্বর ওয়ার্ডে দুয়ার সরকার ক্যাম্প হাজির হন জেলা বিজেপির সভাপতি সুখময় শতপথীর বাবা, মা, বোন-সহ অন্যান্য পরিজনরা। প্রায় আড়াই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ছবি তোলা-সহ বাকি কাজগুলি করান। মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন তাঁরা। যদিও জেলা সভাপতির স্ত্রী-মেয়ে যাননি স্বাস্থ্যসাথী কার্ড করাতে। কয়েকদিন আগে বারাসত পুরসভার মুখ্য প্রশাসক স্থানীয় বিজেপি কর্মী অসুস্থ হওয়ায়, তাঁর বাড়ি গিয়ে স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ডের ব্যবস্থা করে দিয়েছেন।

আরও পড়ুন ‘বাহবা নিতেই মিথ্যা প্রচার মমতার’, রাজ্যবাসীকে বিনামূল্যে টিকাকরণ প্রসঙ্গে তোপ মালব্যের

কেন তাঁর পরিবার স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা নিচ্ছেন, তার উত্তর সুখময় শতপথী বলেন, "এটা রাজ্যের প্রকল্প। মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সম্পত্তি নয়। আর কার্ড না নিলে আদতে বোঝা সম্ভব নয়, আদৌ ওই কার্ড কোনও কাজের কি না। মুখ্যমন্ত্রীর ক্ষমতা থাকলে আয়ুষ্মান ভারত চালু করুক। বিজেপি ক্ষমতায় এলে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হবে রাজ্যে। তখন কার্ড করাব।"

এদিকে খোদ জেলা সভাপতির পরিবার স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা নিতে ক্যাম্পে যাওয়ায় এবং মুখ্যমন্ত্রীর উদ্যোগের প্রশংসা করায় রীতিমতো অস্বস্তিতে বিজেপি। যাঁরা লাগাতার বিরোধিতা করছেন এই প্রকল্পের তাঁরাই আবার লাইনে দাঁড়িয়ে পরিষেবা নিচ্ছেন। তৃণমূল শিবিরের তরফে বলা হচ্ছে, এটা রাজ্যের সব মানুষের জন্য করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির নেতা ও পরিবারও তো বাংলার মানুষ। এতে কেন রাজনীতি থাকবে! বিজেপি শুধু শুধু মানুষকে বোকা বানাচ্ছে ভুল প্রচার করে।

Mamata Banerjee Swasthya Sathi Health Insurance bjp
Advertisment