/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/04/Arjun-Singh.jpg)
বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং
বার বার অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজির জের। কেন্দ্রের তরফে নিরাপত্তা বাড়ানো হল বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের। এতদিন ওয়াই প্লাস ক্যাটেগরি নিরাপত্তা পেতেন অর্জুন। বুধবার তাঁর দাবি, তাঁকে জেড ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।
অর্জুন সিং জানিয়েছেন, জগদ্দল-ভাটপাড়া এলাকায় বার বার বোমাবাজির ঘটনায় তিনি আতঙ্কিত। কেন্দ্রের কাছে নিজের নিরাপত্তা বাড়ানোর জন্য আবেদন করেছিলেন সাংসদ। গতকালও ফের একবার বোমাবাজি হয় তাঁর বাড়ির পিছনে। এদিন কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদের একটি দল ঘটনাস্থল ঘুরে গেছেন।
এদিকে, অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এনআইএ-কে তদন্তভার দিয়েছে। তার পরেও বোমাবাজির ঘটনা বন্ধ হয়নি। মঙ্গলবার সকালেও ফের বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। যদিও তৃণমূলের দাবি, নিজেই বোমা মেরে সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন অর্জুন সিং।
আরও পড়ুন ভবানীপুরে বিজেপি প্রার্থীকে দেখেই উঠল ‘জয় বাংলা’ ধ্বনি, অন্যায় দেখছে না তৃণমূল
অন্যদিকে, এনআইএ তদন্তের নির্দেশকে কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। তিনি বলেছেন,"এরপর তো কালীপুজোয় পাড়ায় পাড়ায় মারামারি হলেও এনআইএ আসবে। কেন্দ্রীয় এজেন্সিকে হাস্যকর পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। জাতীয় সুরক্ষার স্বার্থে তৈরি হয়েছিল এনআইএ। এখন পাড়ায় পাড়ায় যাচ্ছে এনআইএ।"
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন