মুসলিম অধ্যুষিত আসনগুলিতে 'গেমচেঞ্জার' হতে পারে পীরজাদা আব্বাস সিদ্দিকির দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। কয়েকদিন ধরেই আবেভাবে বুঝিয়ে দিচ্ছিল বিধান ভবন ও আলিমুদ্দিন। এবার রাখঢাক না করে আব্বাসকে জোটে শামিল করতে স্বয়ং দলনেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি লিখলেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান। মুর্শিদাবাদ-মালদায় মুসলিম ভোট দলে ফেরাতে আব্বাসকেই চাই বলে জানিয়েছেন মান্নান। কংগ্রেস সভানেত্রীকে তিনি জানিয়ে দিয়েছেন, “আপনি অনুমতি দিলেই জোট নিয়ে কথাবার্তা এগোব।”
সূত্রের খবর, পীরজাদার সঙ্গে আগামী রবিবারই জোট পাকা করতে পারে বাম-কংগ্রেস। প্রসঙ্গত, রাজ্যে বিজেপির আগ্রাসন ঠেকাতে সমস্ত বিরোধী দলকে পাশে চেয়েছিলেন আব্বাস। তৃণমূল-বিজেপি আঁতাঁত নিয়ে একাধিকবার সরব হয়েছেন। এটাই দরকার ছিল বাম-কংগ্রেসের। শাসকদলের মুসলিম ভোটব্যাঙ্কে ভাগ বসানো ছাড়াও আদিবাসী-তফসিলিদের ভোট নিজেদের দিকে টানতে আরও শক্তি প্রয়োজন। সেই কাজটা আব্বাস সিদ্দিকি করতে পারেন বলে মনে করছেন কংগ্রেসের প্রবীণ রাজনীতিবিদ।
আরও পড়ুন “শিল্পীদের চাপ দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় লেখার জন্য”, বিজেপির আইটি সেলকে নিশানা মমতার
তবে ভাইজানও দাবি জানিয়ে রেখেছেন, অন্তত ৪০টি আসন তাঁর দলকে ছাড়তে হবে। আদৌ সেই দাবি মানা হবে কি না এখন সেটাই প্রশ্ন। উল্লেখ্য, রবিবারি বাংলায় আসছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। এইদিন আবার তৃতীয় দফার আসন সমঝোতা নিয়ে বৈঠকে বসছে বাম-কংগ্রেস শিবির। আগেই ১৯৩টি আসনে রফা হয়ে গিয়েছে। বাকি রয়েছে ১০১টি আসন। সেদিন পীরজাদাকেও বৈঠকে ডাকা হতে পারে বলে সূত্রের খবর। এবার আব্বাসকে আসন ছাড়তে হলে সিপিএম-কংগ্রেসের ভাগ থেকেই ছাড়তে হবে। সেটাও কতটা হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।