ধর্ষণ নিয়ে বেলাগাম মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পল। মুখ্যমন্ত্রীর উদ্দেশে কুরুচিকর মন্তব্যের জেরে শোরগোল রাজ্য রাজনীতিতে। মঙ্গলবার তমলুকে বিজেপির ডাকা জেলাশাসকের দফতর ঘেরাও ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে এসে বিতর্কিত মন্তব্য করে ক্ষোভ প্রকাশ করলেন বিজেপি নেত্রী। বলেন, "রাজ্যের সর্বত্র ধর্ষণ হচ্ছে। আর ধর্ষণ করছে তৃণমূলের কর্মী-সমর্থকরা। দিদিমণি এদের বলে দিয়েছেন, শোন রে, তোদের তো চাকরি দিতে পারিনি! তাই এন্টারটেনমেন্টের জন্য শরীর গরম হয়ে গেলে তোরা ধর্ষণ কর। আমি গিয়ে ক্ষতিপূরণ দিয়ে দেব।"
একজন মহিলা হয়ে এমন কুরুচিকর মন্তব্যের জেরে অগ্নিমিত্রার সমালোচনা করেছে সব মহল। এর আগেও ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বিজেপি নেত্রী। অগ্নিমিত্রার তোপ, "রাজ্যে চাকরি-বাকরি নেই। ধর্ষণটাও একটা শিল্পের পর্যায়ে পৌঁছে গিয়েছে।" এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে হুঙ্কার দেন অগ্নিমিত্রা, "১০ বছর ধরে বাংলায় যে অন্যায় চলছে তার হিসেব ইঞ্চিতে ইঞ্চিতে নেবে বিজেপি।"
আরও পড়ুন “বিজেপিতে আসুন, আমরা সম্মান দেব”, ছত্রধরকে আহ্বান দিলীপের
অগ্নিমিত্রা পলের মন্তব্য নিয়ে যখন সব মহলে নিন্দার ঝড়, তখন দলের নেত্রীর বক্তব্যের সমর্থন করেছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। বলেছেন, "তিনি তো ঠিকই বলেছেন। এতে হইচই করার কিছু তো নেই! রাজ্যে তৃণমূল কংগ্রেস মাতাল-ধর্ষকদের পার্টিতে পরিণত হয়েছে। ধর্ষণ-শ্লীলতাহানি-গুন্ডামিতে তাদের নামই উঠে আসছে। সত্যি কথাটাই বলেছেন মহিলা মোর্চার সভানেত্রী। ভুল কিছু বলেননি।"
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন