Advertisment

Mukul Roy Joins TMC: বিজেপির ইন্দ্রপতন, মমতার উপস্থিতিতে তৃণমূলে 'ঘরওয়াপসি' সপুত্র মুকুলের

Mukul Roy rejoins TMC: মুকুল রায়ের বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরার ঘটনা সাম্প্রতিক কালে বিজেপির বিরাট ধাক্কা হবে। সেইসঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলবদল।

author-image
IE Bangla Web Desk
New Update
Mukul Roy, TMC, BJP

মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে ফিরলেন মুকুল রায় ও ছেলে শুভ্রাংশু রায়।

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন মুকুল রায়। এ দিন মমতা বন্দ্যোপাধ্যেয়র উপস্থিতিতেই তৃণমূলে যোগ দিলেন একদা দলে তাঁরই সেকেন্ড ইন কমান্ড। ভোটের আগে থেকেই বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল তৃণমূলে যোগ দিতে পারেন বলে জল্পনা ছড়ায়। এরপর এ দিন সেই জল্পনা কেয়ক গুণ বৃদ্ধি পায়। অবশেষে সেই জল্পনার অবসান। পদ্ম পতাকা ছেড়ে ফের জোড়া-ফুল পতাকা ধরলেন মুকুল।

Advertisment
Mukul Roy, TMC, BJP
মুকুল রায়কে দলে স্বাগত জানালেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়

শুক্রবারই শুভ্রাংশু-সহ ঘনিষ্ঠদের নিয়ে বৈঠক করেন মুকুল রায়। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির সঙ্গে ভোটের পর থেকেই দূরত্ব বাড়ছিল নেতৃত্বের। দলের বৈঠকে যাচ্ছিলেন না। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে ভোটে দাঁড়ালেও তা নিয়ে অসন্তুষ্ট ছিলেন বিজেপি নেতা। মুকুল রায়ের বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরায় তাহলে সেটা সাম্প্রতিক কালে বিজেপির বিরাট ধাক্কা হবে। সেইসঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলবদল।

আরও পড়ুন- নির্বাচনে মুকুল আমাদের দল বিরোধী কথা বলেনি: মমতা

আরও পড়ুন- ‘শুভেন্দুর থেকে মুকুল ভালো’, নন্দীগ্রামেই বড় ইঙ্গিত দিয়েছিলেন মমতা

এদিনের মুকুলের যোগদানের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "ওল্ড ইজ অলওয়েজ গোল্ড। কোনওদিন আমাদের বিরুদ্ধে কথা বলেনি। ও কোনওদিন আমাদের দল নিয়ে খারাপ মন্তব্য করেনি। কিন্তু যাঁরা তৃণমূলের বিরুদ্ধে খারাপ কথা বলেছিল, যাঁরা দলের সঙ্গে ভোটের আগে গদ্দারি করেছিল তাঁদের দলে নেব না। কিন্তু বিজেপি থেকে আরও মানুষ আসবে, সময়ে জানতে পারবেন।"

মুকুল রায় বলেন, "নতুনদের সঙ্গে দেখা হয়ে ভাল লাগছে। বাংলা আবার তাঁর নিজের জায়গায় ফিরবে। আর বাংলাকে নেতৃত্ব দেবেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Banerjee mukul roy
Advertisment