Advertisment

মমতাকে ফোন পওয়ারের, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে পাশে থাকার বার্তা

বিধানসভা নির্বাচনে রাজ্যে প্রচারে আসবেন বলেও কথা দিয়েছেন মুখ্যমন্ত্রীকে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে এবার মমতার হাত শক্ত করতে পাশে দাঁড়ালেন এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার। কৃষি আইন বিরোধী আন্দোলন এবং রাজ্যের নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে মমতাকে সমর্থন জানিয়ে রবিবার সকালে ফোন করেন শরদ পওয়ার। মহারাষ্ট্রের রাজনীতিতে গত বছর চাণক্যের ভূমিকা পালন করা পওয়ার বিধানসভা নির্বাচনে রাজ্যে প্রচারে আসবেন বলেও কথা দিয়েছেন মুখ্যমন্ত্রীকে।

Advertisment

দিন কয়েক আগে রাজ্যের তিন আইপিএস অফিসারের বদলি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে টুইট করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের পর আইপিএস বদলি ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ান ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। মমতার সুরেই কেন্দ্রকে বিঁধেছেন বাঘেল। বাংলার মুখ্যমন্ত্রীর টুইট ট্যাগ করে বাঘেল বলেছেন, ‘যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা সংকটের মুখে দাঁড়িয়ে। আইপিএসদের বদলি অত্যন্ত আপত্তিজনক।’

আরও পড়ুন এরকম রোড শো আগে দেখিনি, বিজেপিই এবার সরকার গড়বে : অমিত শাহ

এরপরেই এদিন শরদ পওয়ারের ফোন বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এনসিপি সুপ্রিমোর ঘনিষ্ঠ মহল জানিয়েছে, বাংলায় জমি অধিগ্রহণের বিরুদ্ধে মমতার আন্দোলনের কথা স্মরণ করিয়ে দিয়েছেন পওয়ার। একইসঙ্গে বর্তমান প্রেক্ষাপটে যেভাবে কৃষক আন্দোলনকে সমর্থন করেছেন মমতা এবং কলকাতায় সভা করেছেন তা নিয়েও প্রশংসা করেছেন পওয়ার। রাজ্যে বিধানসভা নির্বাচনের সময় প্রচারে আসার কথাও দিয়েছেন শরদ পওয়ার।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Banerjee Sharad Pawar bjp
Advertisment