Suvendu Adhikari: পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হলেন মুকুল রায়। বিধানসভায় এই ঘটনার প্রতিবাদ জানান বিজেপি বিধায়করা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, "অধ্যক্ষ তাঁর ক্ষমতাবলে মুকুল রায়কে পিএসি কমিটির চেয়ারম্যান করেছেন। এক্ষেত্রে পুরনো সমস্ত রীতিনীতি ও প্রথা ভাঙা হয়েছে।"
২০ জন সদস্য নিয়ে পিএসি কমিটি গঠন করা হয়। তার মধ্যে ৬ জনের নামের তালিকা দিয়েছিল বিজেপি। শুভেন্দুর বক্তব্য, "মুকুল রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। আমাদের ৬ জনের মধ্যে মুকুল রায়ের নাম ছিল না। মুকুল রায়ের নাম প্রস্তাব ও সমর্থন করেছেন গোর্খা জনমুক্তি মোর্চার বিধায়ক ও তৃণমূল বিধায়ক। বিজেপি তাঁর নাম প্রস্তাব করেনি। অর্থনীতিবিদ অশোক লাহিড়ীর নাম প্রস্তাব করেছিলেন আমাদের বিধায়ক মনোজ টিগ্গা। কিন্তু যা বোঝা যাচ্ছে এই সরকার চায় খরচ আমরা করব, হিসেব আমরাই দেখব।"
আরও পড়ুন বিধানসভার পিএসি-র চেয়ারম্যান মনোনীত হলেন মুকুল রায়
এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন পিএসি কমিটির চেয়ারম্যান হবেন মুকুল রায়। তিনি বলেছিলেন, "ও তো বিজেপির সদস্য। ওর নাম প্রস্তাব করেছে গোর্খা জনমুক্তি মোর্চার বিধায়ক ও সমর্থন করছে তৃণমূল কংগ্রেস। ভোট হলেও আমরাই (মুকুল রায়) জিতব।' তার আগে তৃণমূল ভবনে গিয়ে দলে যোগ দিয়েছিলেন মুকুল রায়। ভোটাভুটির প্রয়োজন হল না, মুকুল রায়ই চেয়ারম্যান হলেন।
আরও পড়ুন বেসুরোদের চরম কটাক্ষ, ‘অন্য গাছের ছাল’ বলে তুলোধোনা দিলীপের
মুকুল রায় দলবদল করেও বিধায়ক রয়ে গিয়েছেন। ইতিমধ্যে মুকুল রায়ের বিধায়ক পদ বাতিলের জন্য অধ্যক্ষের কাছে লিখিত আবেদন করেছেন শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু বলেন, "মুকুল রায়ের ক্ষেত্রে দলবদলের ৬৪ পৃষ্ঠা প্রমাণ-সহ অধ্যক্ষকে পাঠিয়েছি। আমাকে আগামী ১৬ জুলাই তিনি ডেকে পাঠিয়েছেন। আমি থাকব। মুকুল রায়কে চেয়ারম্যান করেছে কিন্তু তাঁর সদস্যপদ টিকিয়ে রাখতে পারবে না বলে আমার বিশ্বাস।"
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন