scorecardresearch

শিলিগুড়িতে ‘শান্তিপূর্ণ’ ভোটের দাবি অশোকের, ঘুরছেন ওয়ার্ডে

‘আশা করছি শিলিগুড়ির রাজনৈতিক ঐতিহ্য মেনে সারাদিনটা এরকম শান্তিপূর্ণই ভোট হবে।’

till now polling is peaceful in siliguri says cpim candidate ashok bhattacharya
শিলিগুড়ির পুরযুদ্ধে বাম সেনাপতি অশোক ভট্টাচার্য।

তিনি প্রবীণ, এবার ভোটে না লড়াইয়ের ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু দলের নির্দেশ মেনে আবারও পুরযুদ্ধে শিলিগুড়ির প্রাক্তন মেয়র তথা সিপিআইএম নেতা আশোক ভট্টাচার্য। শিলিগুড়ির ৬ নম্বর ওয়ার্ড থেকে বাম প্রার্থী তিনি। ভোটের শুরু থেকেই নিজের কেন্দ্রে ঘুরছেন অশোকবাবু। একফাঁকে ভোটও দিয়েছেন। ভোটে শুরুর প্রায় ১ ঘন্টা পর এই বাম নেতার দাবি, ‘আপাতত ভোট হচ্ছে শান্তিপূর্ণভাবেই।’

অশোক ভট্টাচার্য বলেছেন, ‘সব ওয়ার্ডের সব বুথে বামেদের পোলিং এজেন্ট বসেছেন। কোনও জায়গাতেই গোলমালের কোনও খবর নেই। সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। কোথাওভোটদাতাদের বাধাদেওয়ার খবর এখনও আমার কাছে এখনও নেই। আশা করছি শিলিগুড়ির রাজনৈতিক ঐতিহ্য মেনে সারাদিনটা এরকম শান্তিপূর্ণই ভোট হবে।’

প্রবল তৃণমলের প্রতাপের মাঝেও সাত বছর আগে ২০১৫ সালে শিলিগুড়িতে অন্য ছবি দেখা গিয়েছিল।
ওই পুরসভায় জয় পায় বামেরা। যার কারিগর ছিলেন খোদ রাজ্যের প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য। তবে, লোকসভা ও বিধানসভা ভোটে শিলিগুড়িতে পদ্ম পাপড়ি মেলেছে। ভোট কমেছে লালঝান্ডার। এবার কী হয় সেদিকেই নজর।

আরও পড়ুন- Live Updates: বিধাননগরে উত্তেজনা, ৩১ নম্বর ওয়ার্ডে ‘ভুয়ো’ ভোটারের অভিযোগ

Stay updated with the latest news headlines and all the latest State news download Indian Express Bengali App.

Web Title: Till now polling is peaceful in siliguri says cpim candidate ashok bhattacharya