Advertisment

'এখন ভাঁড়ামো করলে হবে?', ভরাডুবির পর দিলীপকে চাঁচাছোলা আক্রমণ তথাগতর

দলের এমন দুর্দিনে নেতৃত্বকে আক্রমণ শানালেন বিজেপি নেতা তথাগত রায়।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Bypolls 2021 Results

বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে টুইটবাণে বিদ্ধ করলেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল।

একুশের নির্বাচনের পর চার কেন্দ্রের উপনির্বাচনেও ভরাডুবি বিজেপির। ভরাডুবিই শুধু নয়, লজ্জায় ডুবল পদ্মশিবির। দলের এমন দুর্দিনে নেতৃত্বকে আক্রমণ শানালেন বিজেপি নেতা তথাগত রায়। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে টুইটবাণে বিদ্ধ করলেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল। প্রশ্ন করলেন, এখন ভাঁড়ামো করলে হবে?

Advertisment

প্রসঙ্গত, রবিবারই আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় ঘরওয়াপসি হয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের। দলত্যাগের ৯ মাসের মাথায় ফের তৃণমূলে ফিরলেন তিনি। সেদিনই সন্ধের দিয়ে দিলীপ ঘোষ টুইটে আক্রমণ করে লেখেন, "অনেক দালাল নির্বাচনের আগে আমাদের দলে ঢুকে গিয়েছিলেন। কিছুজন গিয়েছেন, কিছু এখন রয়েছেন। তাঁরা উৎপাত করছেন। সবাইকে বাদ দেব, এরা চায় না বিজেপি শক্তিশালী হোক।"

মঙ্গলবার উপনির্বাচনে বিজেপির ভরাডুবি হতেই টুইটে দিলীপকে আক্রমণ করেন তথাগত রায়। সরাসরি দিলীপের টুইটকে রিটুইট করে লেখেন, "দল দালালদের জন্য কোল পেতে দিয়েছিল। গলবস্ত্র হয়ে তাদের এনেছিল। যারা আদর্শের জন্য বিজেপি করত তাদের বলা হয়েছিল, এতবছর ধরে কি করেছেন, ছিঁ..ছেন? আমরা আঠারোটা সিট এনেছি। জুলিয়াস সিজারের মতো Vini Vidi Vici। এখন ভাঁড়ামো করলে হবে? আজকে বিজেপির শোচনীয় পরিণতি এই সবের জন্যই।"

আরও পড়ুন উপনির্বাচনে লজ্জায় ডুবল বিজেপি, চারের মধ্যে তিন কেন্দ্রে জামানত জব্দ

প্রসঙ্গত, উপনির্বাচনে ভয়ানক ভাবে হেরেছে বিজেপি। চার কেন্দ্রের মধ্যে শান্তিপুর বাদে তিনটিতেই জামানত জব্দ হয়েছে পদ্মপ্রার্থীদের। হার স্বীকার করেও এদিন সন্ত্রাসের গানই গাইল বিজেপি। শমীক ভট্টাচার্য ও দিলীপের মুখে শাসকদলের সন্ত্রাসের দাবি। দিলীপ বলেছেন, 'ভোটই যদি না হয়, তাহলে তথ্য দিয়ে কী লাভ? বোঝা যাচ্ছে শোভনদেববাবুর থেকে দিনহাটা ও গোসাবার প্রার্থীরা বেশি প্রভাবশালী। সুতরাং ভোটই হয়নি। মানুষ রায় দিতে পারেনি। তাই জামানত বাজেয়াপ্ত নিয়ে ভেবে লাভ নেই।'

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bjp dilip ghosh Tathagata Roy West Bengal Bypolls 2021 Results
Advertisment