Advertisment

মুকুল-পুত্রের প্রচারে ‘হেনস্থা’, সিএএ প্রচার ঘিরে রণক্ষেত্র হালিশহর

তৃণমূল-বিজেপি সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি সামলাতে লাঠি চালায় পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
Subhranshu Roy , শুভ্রাংশু রায়

শুভ্রাংশু রায়।

সিএএ ইস্যুতে রণক্ষেত্রের চেহারা নিল হালিশহর। মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়ের প্রচারে হেনস্থা করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল-বিজেপি সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি সামলাতে লাঠি চালায় পুলিশ। এ ঘটনার প্রতিবাদে বীজপুর থানার দ্বারস্থ হন শুভ্রাংশু-সহ বিজেপি কর্মীরা।

Advertisment

ঠিক কী ঘটেছে?
জানা যাচ্ছে, শনিবার সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে হালিশহরের ১৩নং ওয়ার্ডে এদিন বাড়ি বাড়ি প্রচারে যান মুকুল-পুত্র তথা বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়। এ সময়ই তৃণমূলকর্মীরা হামলা চালান বলে অভিযোগ করেছে বিজেপি। সিএএ-র সমর্থনে বিজেপির লিফলেট ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এ ঘটনার পরই তৃণমূল-বিজেপি সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি আয়ত্তে আনতে লাঠি চালায় পুলিশ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ জানিয়ে বীজপুর থানার দ্বারস্থ হন শুভ্রাংশু।

আরও পড়ুন: ‘দিলীপ ঘোষ কি সরকার?’ বঙ্গ রাজনীতিতে নয়া বিতর্ক

ভিডিও- মাসুদ আখতার।

আরও পড়ুন: বিভাজিত টলিউড, দুই শিবিরে আড়াআড়ি ভাগ, কে কোন দলে?

কী বললেন শুভ্রাংশু রায়?

এ ঘটনা প্রসঙ্গে প্রাক্তন তৃণমূল নেতা শুভ্রাংশু রায় বলেন, ‘‘আমরা প্রচার করছিলাম। হঠাৎ দেখলাম, কয়েকজন বহিরাগত দুষ্কৃতী আমাদের উপর চড়াও হল। প্রচারে বাধা দিল তৃণমূীল আশ্রিত দুষ্কৃতীরা। লিফলেট কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলা হয়। আমরা বীজপুর থানায় যাই। কিন্তু পুলিশ কোনও কথা শোনেনি’’।

যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। শাসকদলের পাল্টা দাবি, ‘‘স্থানীয়রাই সিএএ প্রচারে বাধা দেন। এ ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই’’।

tmc bjp
Advertisment