Advertisment

‘খেলা অনেক বাকি’, অভিষেককে চ্যালেঞ্জ মুকুল-পুত্র শুভ্রাংশুর

শুভ্রাংশু রায় বলেন, ‘‘কী কারণে গেল ব্যক্তিগত ব্যাপার। তবে আমরা অনাস্থা আনব। বোর্ড আমাদেরই থাকবে। মানুষ আমাদের পাশে আছে’’।

author-image
IE Bangla Web Desk
New Update
subhransu, arjun, abhishek, শুভ্রাংশু, অর্জুন, অভিষেক

শুভ্রাংশু, অর্জুন, অভিষেক।

মুকুল রায়কে টেক্কা গিয়ে হালিশহরের পর কাঁচরাপাড়া পুরসভাও তৃণমূল দখল করেছে বলে দাবি করেছেন মমতার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুরসভা দখল নিয়ে এবার পাল্টা অভিষেকের দিকেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন একদা তৃণমূলের বাহুবলী নেতা তথা বর্তমান ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। পাশাপাশি মমতা বাহিনীকে কার্যত চ্যালেঞ্জের সুরে মুকুল-পুত্র শুভ্রাংশুর মন্তব্য, ‘‘খেলা অনেক বাকি রয়েছে’’।

Advertisment

ঠিক কী বলেছেন অর্জুন সিং ও শুভ্রাংশু রায়?

কাঁচরাপাড়া পুরবোর্ড দখল নিয়ে অর্জুন সিং বলেন, ‘‘যারাই যাক, আর যারাই আসুক, বোর্ড আমরাই করব। অনাস্থা আনব। পুলিশ চমকে-ধমকে নিয়ে যাচ্ছে। পুলিশ গুলি মেরে দেব বলে ভয় দেখাচ্ছে। বিজেপির ভয় দেখানোর ক্ষমতা আছে না কি? আয়ারাম-গয়ারামের নাটক চলবে। কিন্তু বোর্ড আমাদের থাকবে। শুভ্রাংশুকে বলে যাচ্ছি অনাস্থা প্রস্তাব তৈরি করতে। অনাস্থা এলেই আমরা বোর্ড গড়ব’’।

আরও পড়ুন: ‘মুকুল রায় তৃণমূলের হয়ে কাজ করছেন’, তীর্যক মন্তব্য অভিষেকের

এ প্রসঙ্গে মুকুল-পুত্র তথা বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায় বলেন, ‘‘কী কারণে গেল ব্যক্তিগত ব্যাপার। তবে আমরা অনাস্থা আনব। বোর্ড আমাদেরই থাকবে। মানুষ আমাদের পাশে আছে’’। ক’জন কাউন্সিলর আপনাদের পক্ষে আছেন? শুভ্রাংশুর তাৎপর্যপূর্ণ জবাব, ‘‘সব কিছু বলে দিলে তো হবে না। খেলা অনেক বাকি রয়েছে, দেখতে থাকুন’’।

আরও পড়ুন: ‘এক মাসের মধ্যে চিটফান্ডের নায়করা জেলে যাবে’, বিস্ফোরক রাহুল সিনহা

অন্যদিকে, কাউন্সিলররা ফের তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় নিজের ভুল স্বীকার করে নিলেন শুভ্রাংশু। বীজপুরের বিধায়ক বলেন, ‘‘কার কী ভুল হয়েছিল আমি জানি না। ব্যক্তিগত ভাবে আমার কিছু ভুল হয়েছিল। সবাইকে বিশ্বাস করা উচিত হয়নি’’।

আরও পড়ুন: মুকুল রায়কে চ্যালেঞ্জ তৃণমূলের, কাঁচরাপাড়া ‘পুনরুদ্ধার’ মমতা বাহিনীর

উল্লেখ্য, শনিবার সাংবাদিক বৈঠকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘কাঁচরাপাড়া পুরসভায় মোট আসন ২৪। তৃণমূলের ২২ জন কাউন্সিলর ছিলেন। ৫ জন ছাড়া ১৭ জনই বিজেপিতে যোগদান করেছিল বলে ওরা দাবি করেছিল। সেই ১৭ জনের মধ্যে গত ৯ জুলাই ৫ জন তৃণমূলে ফেরেন। আজ আরও ৯ জন ফিরলেন তৃণমূলে। এঁদের মধ্যে রয়েছেন একজন নির্দল। অর্থাৎ, এখন কাঁচরাপাড়ায় তৃণমূলের হাতে ১৯ জন কাউন্সিলর। আমরাই বোর্ড দখল করলাম’’। হালিশহর পুরসভাও তৃণমূলের দখলে বলে দাবি করেছেন অভিষেক।

mukul roy abhishek banerjee Arjun Singh
Advertisment