Advertisment

মমতার পাড়ায় প্রচারে গিয়ে পুলিশের বাধার মুখে বঙ্গ বিজেপি সভাপতি, বিধিভঙ্গের অভিযোগ

গত কয়েকদিন ধরেই ভবানীপুরের উপনির্বাচনে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালও প্রচারে পুলিশি বাধার অভিযোগ তুলেছেন একাধিকবার।

author-image
IE Bangla Web Desk
New Update
Sukanta Majumder faced police obstruction while campaigning in Bhawanipur area

ভবানীপুরে প্রচারে সুকান্ত মজদুমদার।

দায়িত্ব পেয়েই বুধবার সকাল সকাল তৃণমূল নেত্রীর খাসতালুকে প্রচারে বেরিয়েছিলেন বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার। মিত্র ইন্সটিটিউশন থেকে মিছিল বেরিয়ে বলরাম ঘোষ স্ট্রিট হয়ে পৌঁছায় হরিশ চ্যাটার্জী স্ট্রিটের মুখে। এই এলাকাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। মিছিল এগোতেই তাতে বাধা দেয় পুলিশ। আটকে যান নয়া বিজেপি সভাপতি, সাংসদ জ্যোতির্ময় মাহাতোরা।

Advertisment

কেন বাধা? ডিসি সাউথ আকাশ মাঘেরিয়া বিজেপি রাজ্য সভাপতি, গেরুয়া সাংসদকে জানান কমিশনের নিয়ম মেনে প্রচার করছে না বিজেপি। বাড়ি বাড়ি গিয়ে প্রচারে কমিশন প্রার্থীর সঙ্গে চারজন নির্দিষ্ট করলেও প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের সমর্থনে প্রচারে প্রচুর জনসমাগম হয়েছে, যা কোভিড বিধিভঙ্গ। এছাড়া, ওই এলাকা হাই সিকিউরিটি জোন বলেও জানান এই পুলিশ কর্তা।

আরও পড়ুন- হাইকোর্টের নির্দেশে পিছু হঠল তৃণমূল, আজ ত্রিপুরায় যাচ্ছেন না অভিষেক

কিন্তু, পুলিশের যুক্তি পক্ষপাতমূলক বলে প্রতিবাদ করেন সাংসদ জ্যোতির্ময় মাহাতো। পুলিশের সঙ্গে চলে উত্তপ্ত বাক্য বিনিময়। শেষ পর্যন্ত অবশ্য সুকান্ত মজুমদারদের হরিশ চ্যাটার্জী স্ট্রিটে প্রচার করতে অনুমতি দেয়নি পুলিশ। গত কয়েকদিন ধরেই ভবানীপুরের উপনির্বাচনে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালও প্রচারে পুলিশি বাধার অভিযোগ তুলেছেন একাধিকবার।

এপ্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'আমি সিকিউরিটি ছাড়াই যেতে রাজি হই। পুলিশকে বলেছিলাম যে চারজনই যাব প্রচার করতে। কিন্তু, পুলিশ তাও অনুমতি দিল না। আবার প্রমাণ হল যে গণতন্ত্র বিপন্ন। পুলিশ দলদাসে পরিণত হয়েছে।'

এই ঘটনার কিছু পরেই ওই এলাকায় দেখা যায় ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে। তাঁর কথায়, 'ভয় পেয়েছে ওরা। গণতান্ত্রিক পথে ভোট হচ্ছে। তাহলে কেন পুলিশ রোজ প্রচারে বাধা দিচ্ছে? মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কী শুধু বিজেপি প্রচার করলেই ব্যহত হবে? আর শাসক দলের নেতা, কর্মীরা কী করোনাবিধি মেনে সবসময় প্রচার করছেন?'

পুলিশি বাধার বিষয়টি কমিশনের কাছে জানানো হবে বলে বিজেপি সূত্রে খবর।

এছাড়াও প্রিয়াঙ্কার হয়ে এ দিন ভবানীপুরের রামমোহন দত্ত রোডে প্রচার করেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি। ভবানীপুরে প্রচুর সংখ্যক শিখ সম্প্রদায়ের ভোটার রয়েছেন। তাই শিখ নেতাকে এনে পদ্ম শিবিরের মন জয়ের চেষ্টা বলে মনে করছে রাজনৈতিক মহল।

publive-image
ভবানীপুরে প্রচারে কেন্দ্রীয় মন্ত্রী।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

kolkata police tmc bjp Bhawanipur Priyanka Tibrewal Sukanta Majumder
Advertisment