Advertisment

জ্বরে কাবু একের পর এক শিশু, 'ভোটে ব্যস্ত সরকার', রাজ্যকে তুলোধনা শুভেন্দুর

শিশুদের জ্বর নিয়ে আতঙ্ক বাড়ছে। পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় দল পাঠানোর আবেদন শুভেন্দু অধিকারীর।

author-image
IE Bangla Web Desk
New Update

ফের রাজ্যকে নিশানা শুভেন্দুর

উত্তরবঙ্গের একাধিক জেলায় শিশুদের জ্বরে আক্রান্ত হওয়ার ঘটনা নিয়ে এবার রাজ্যকে কাঠগড়ায় তুললেন শুভেন্দু অধিকারী। রাজ্যকে খোঁচা দিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে প্রতিনিধি দল পাঠানোরও আবেদন বিরোধী দলনেতার। টুইটে শুভেন্দু লিখেছেন, ''পশ্চিমবঙ্গ সরকার ভবানীপুর দখলের কথাই ভাবছে। কারণ এটিই তাদের কাছে অগ্রাধিকার। মাননীয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মাণ্ডভিয়াকে অনুরোধ করছি, অবিলম্বে বিশেষজ্ঞদের একটি কেন্দ্রীয় দল পশ্চিমবঙ্গে পাঠান। আমাদের শিশুদের বাঁচাতে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরকে কীভাবে সাহায্য করা যায় তা দেখুন।''

Advertisment

উত্তরবঙ্গের একাধিক জেলায় জ্বরে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি জলপাইগুড়ি ও কোচবিহার জেলায়। জানা গিয়েছে গত এক সপ্তাহ ধরে শুরু হয়েছে জ্বরের প্রকোপ। শিশুরা মূলত হাসপাতালে আসছে সাধারণ জ্বর, সর্দিকাশি, খিঁচুনি জ্বর, শ্বাসকষ্ট, পেটে ব্যাথার উপসর্গ নিয়ে।

ইতিমধ্যেই বেশ কয়েকটি শিশুর জ্বরে ভুগে মৃত্যু হয়েছে। জলপাইগুড়ি, মালদহ, আলিপুরদুয়ার-সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় জ্বরে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়েই চলেছে। জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি থাকা ১০টি শিশুর সোয়াবে ইনফ্লুয়েঞ্জার ভাইরাস মিলেছে বলে জানা গিয়েছে। পুরুলিয়াতেও জ্বরে আক্রান্ত বেশ কিছু শিশুর হদিশ মিলেছে। অধিকাংশ শিশুরই জ্বর ছাড়াও সর্দিকাশির উপসর্গ রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবার শিশুদের জ্বরে আক্রান্ত হওয়ার ঘটনা বৃদ্ধির পিছনে রাজ্যের হেলদোলহীন আচরণ রয়েছে বলে অভিযোগ তুলেছেন। টুইটে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে রাজ্যে প্রতিনিধি দল পাঠানোর আবেদন করেছেন বিজেপি নেতা। একইসঙ্গে রাজ্যের স্বাস্থ্যসচিবকে শিশুদের জ্বরে আক্রান্ত হওয়ার বিষয়টিতে আরও বেশি গুরুত্ব দিতেও আবেদন জানিয়েছেন বিরোধী দলনেতা।

আরও পড়ুন- বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, রবিবার থেকে ভাসবে দক্ষিণবঙ্গ

টুইটে তিনি লিখেছেন, ''রাজ্যের স্বাস্থ্যসচিবকে অনুরোধ করছি, দয়া করে উত্তরবঙ্গ থেকে আসা দুঃসংবাদগুলি খেয়াল করুন। সেখানে ৭৫০-এরও বেশি শিশুর বেশি জ্বর এবং অনির্ধারিত ফ্লু-র মতো উপসর্গ রয়েছে। তাদের হাসপাতালে ভর্তি হতে হয়েছে। দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নিন। কারণ ইতিমধ্যেই ৬টি শিশুর মৃত্যু হয়েছে।''

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Child death Unknown Fever Suvendu Adhikari bjp
Advertisment