লোকসভা ভোটের আগে মোদি বাহিনীর জন্য বাড়তি অক্সিজেন এনে দিলেন তামিলনাড়ুর বিজেপি নেতৃত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুকুটে নয়া পালক যোগ হতে চলেছে। ২০১৯ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রধানমন্ত্রীর নাম মনোনয়ন করা হয়েছে তামিলনাড়ু বিজেপি নেতৃত্বের তরফে। নাম মনোনীত করেছেন খোদ তামিলনাড়ুর বিজেপি সভাপতি তামিলসাই সৌন্দরারাজন। সোমবার তিনি নিজেই একথা জানিয়েছেন।
গত রবিবার গোটা দুনিয়ার সবচেয়ে বড় স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেই স্বাস্থ্য প্রকল্প, যার পোশাকি নাম ‘প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা-আয়ুস্মান ভারত’, তার সুবাদেই নোবেল শান্তি পুরস্কার প্রাপক হিসেবে মোদীর নাম মনোনীত করা হয়েছে বলে জানিয়েছেন সৌন্দরারাজন। তবে শুধু তিনিই নন, তাঁর স্বামী অধ্যাপক পি সৌন্দরারাজনও নোবেল শান্তি পুরস্কারের জন্য মোদীর নাম মনোনীত করেছেন। এ ব্যাপারে এদিন রাজ্য বিজেপি প্রধানের অফিস থেকে এক বিবৃতি জারি করা হয়।
আরও পড়ুন: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার উদ্বোধন করলেন মোদি
নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন প্রক্রিয়ার শেষ দিন আগামী বছরের ৩১ জানুয়ারি। প্রত্যেক বছর সেপ্টেম্বরেই শুরু হয় মনোনয়ন প্রক্রিয়া। তামিলনাড়ু রাজ্য বিজেপি প্রধানের ওই বিবৃতিতে জানানো হয়েছে, নোবেল শান্তি পুরস্কারের জন্য মোদীকে মনোনীত করতে পারবেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সাংসদরাও।
প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা দেশ তো বটেই, গোটা দুনিয়ায় বৃহত্তম স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প বলে বর্ণনা করা হয়েছে। এই প্রকল্পে ৫ লক্ষ টাকার চিকিৎসার সুযোগ মিলবে। ক্যাশলেস পরিষেবাও মিলবে বলে জানা গিয়েছে। ন্যাশনাল হেলথ এজেন্সি এহেন প্রকল্পের বাস্তবায়নের কাজে হাত লাগিয়েছে। গত সপ্তাহেই একটি ওয়েবসাইট ও হেল্পলাইন নম্বর চালু করা হয়। mera.pmjay.gov.in এই সাইট চেক করলে দেখা যাবে নথিভুক্তিকরণ হয়েছে কী না, অথবা ১৪৫৫৫ নম্বরে ফোন করেও তা জানা যাবে।