‘রাজনীতির জন্যই তাঁর এহেন পরিণতি’! তাপস পালের আকস্মিক প্রয়াণে এমন কথাই বলছে টলিপাড়া থেকে রাজনৈতিক মহলের একাংশ। অথচ জেল থেকে ছাড়া পাওয়ার পর আবারও সক্রিয় রাজনীতিতে ফিরতে চেয়েছিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ। তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে এমন কথাই বলেছিলেন বাংলা সিনেমার একসময়ের দাপুটে নায়ক। তাপস পালের প্রয়াণে স্মৃতিচারণা করতে গিয়ে একথাই জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: ‘কুকথা বলায় লজ্জিত বোধ করতেন তাপস, বলেছিলাম রাজনীতি ছেড়ে দিন’
ঠিক কী বলেছেন পার্থ চট্টোপাধ্যায়?
তাপস পালের মৃত্যুতে ‘শোকার্ত’ পার্থ বলেন, ‘‘নানা কারণে তাঁকে আরও অসুস্থ করা হয়েছিল। ভুবনেশ্বরে যখন ছিল, তখন তাকে দেখতে সেখানে হাসপাতালে গিয়েছিলাম। এরপর ছাড়া পেয়ে বাড়িতে এসেছিল। তখন ওকে দেখে বুঝেছিলাম, আগের মতো তাপস পাল ছিল না। স্থিরতার অভাব ছিল। ঠিক ভাবে কথা বলতে পারত না। খুব কষ্ট হয়েছিল দেখে। এখনও চোখের সামনে দাদার কীর্তি ভাসে। তাপস পাল চলে গেল, ভাবতে কষ্ট লাগছে। নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গিয়েছে। কত সিনেমা করেছে। দাদার কীর্তি কখনও ভুলব না। আমার কাছে আরও দুঃখের, কারণ ও আমার বাড়িতে এসে বলেছিল, আবার আমায় রাজনীতিতে ফেরাও’’।
আরও পড়ুন: বিস্ফোরক অভিযোগ: তাপস পাল যাঁদের সঙ্গে ছিলেন, তাঁদের জন্যই এই পরিণতি
এরপর পার্থ আরও বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজোয় ও সেজেগুজে আসত। অনেক দুঃখ নিয়ে চলে গেল। শুধুমাত্র অসুস্থতা নয়, তাঁকে নিয়ে যে টানাপোড়েন চলেছে, তার জন্য আরও অসুস্থতা বাড়িয়েছে’’।
দেখুন: তাপস পালের উত্থান-পতন! কেমন ছিল রাজনৈতিক কেরিয়ার?
উল্লেখ্য, বিতর্কিত মন্তব্য ও রোজভ্যালিকাণ্ডে গ্রেফতারের পর থেকেই তৃণমূলের সঙ্গে তাপসের দূরত্ব বাড়ে বলে ওয়াকিবহাল মহলের মত। রোজভ্যালিকাণ্ডে কারাবাসের পর থেকে সক্রিয় রাজনীতিতে সেভাবে দেখাও যায়নি তাপসকে। বরং নিজেকে গুটিয়ে নিয়েছিলেন অভিনেতা। গত লোকসভা নির্বাচনে প্রার্থীও হননি তাপস।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন