Advertisment

'বিহারী বাবুর কাছে বাংলার মহিলারা সস্তা', তথাগতর নিশানায় তৃণমূলের 'গৃহলক্ষ্মী'

ফের বিস্ফোরক তথাগত রায়। পিকে-কে নিশানা করে বিঁধলেন তৃণমূলকে।

author-image
IE Bangla Web Desk
New Update
Tathagata Roy attack Tmc regarding griha lakshmi scheme in Goa

তথাগতর নিশানায় তৃণমূল।

জোডা়ফুলের নজরে গোয়া। শনিবারই বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের আদলে গোয়ায় গৃহলক্ষ্মী প্রকল্প চালু করার প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল। এই প্রকল্প বাস্তবায়িত হলে মহিলারা মাসে ৫ হাজার টাকা করে পাবেন। তৃণমূলের সেই ঘোষণাকে বিঁধেই টুইট তথাগতর। তাঁর সাফ কথা, এই ঘোষণার পিছনে রয়েছে ভোটকুশলী প্রশান্ত কিশোরের মস্তিষ্ক। বিজেপি নেতা মনে করেন এর ফলে বাংলার মহিলাদের চেয়ে গোয়ার মহিলারাই তৃণমূলের কাছে বেশি গুরুত্বপূর্ণ। তৃণমূলের এই ঘোষণা আদতে বাংলার মহিলাদের অপমান বলেই তোপ দেগেছেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ।

Advertisment

কী লিখেছেন তথাগত?

এদিন টুইটে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি লেখেন, 'প্রশান্ত কিশোর বিহারের লোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা। ভাবনা চিন্তা যা কিছু করেন প্রশান্ত কিশোর, আর মমতা করেন শুধু ঘোষণা। এ হেন বিহারী বাবুটি পশ্চিমবঙ্গের মহিলাদের দাম ধার্য করলেন মাথাপিছু প্রতি মাসে ৫০০ টাকা আর গোয়ার মহিলাদের দাম রাখলেন মাথাপিছু ৫০০০ টাকা প্রতি মাসে। বিহারী বাবু প্রশান্ত কিশোরের দৃষ্টিতে গোয়ার মহিলাদের তুলনায় পশ্চিমবঙ্গের মহিলারা সস্তা অনেকটাই। গোয়ার মহিলাদের দামের দশভাগের একভাগ মাত্র দাম পেলেন এ রাজ্যের মেয়েরা।'

এর আগে তথাগত রায় বলেছিলেন, 'এ রাজ্যের মেয়েরা অন্যান্য রাজ্যে গৃহপরিচারিকার কাজে যায়।' তাঁর সেই বক্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে বিতর্ক তৈরি হয়। তৃণমূলের ঘোষণাকে নিশানা করতে গিয়ে নিজের টুইটে এদিন ফের একবার সেকথা স্মরণ করিয়ে দিয়েছেন এই বর্ষীয়ান নেতা। একইসঙ্গে তাঁর টুইট, 'বহু বাঙালীপ্রেমীর তাতে আঁতে ঘা লেগেছিল। আজ এরাজ্যের মহিলাদের তুলনায় গোয়ার মহিলাদের প্রাইসিং দশগুণ বেশি রেখে প্রশান্ত কিশোরও endorse করলেন যে এ রাজ্যের মেয়েদের সম্পর্কে তথাগত রায়ের বক্তব্য ভুল ছিল না।'

বিজেপি নেতার এহেন বক্তব্যের কড়া সমালোচনা করেছে তৃণমূল। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, 'বিজেপি যে নিম্নমানের রাজনীতি করে তার সঙ্গে তথাগতবাবুর বক্তব্য মাননসই। বাংলার মানুষ বিশেষ করে মহিলারা এই বিজেপিকে চায় না। একুশের ভোটে তার প্রামণ মিলেছে। আগামী দিনেও তা ফের প্রমাণিত হবে।'

আরও পড়ুন- আজই সৈকত-রাজ্যে মমতা, বিজেপি-বধে কী কী তাস ঝুলিতে?

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tmc bjp Tathagata Roy
Advertisment