ভার্চুয়াল বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তা দেওয়ার ২৪ ঘন্টার মধ্যেই সরিয়ে দেওয়া হলো পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের দলীয় সভাপতি মেঘনাথ পালকে। একইসঙ্গে সরিয়ে দেওয়া হয়েছে ভগবানপুর ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি মানব পায়রাকে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবারের ভার্চুয়াল বৈঠকে স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন যাঁরা দলের বিরোধিতা করছে তাঁদের এক মুহূর্ত রাখা যাবে না।
সূত্রের খবর, নন্দীগ্রামের ব্লক সভাপতিকে সরানোর কথা গতকালই বলেছিলেন দলনেত্রী। কিন্তু কোন অপেক্ষা না করেই তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এই দুই ব্লক সভাপতিকে তাঁদের পদ থেকে সরিয়ে দেয়। শুভেন্দু অধিকারীর সঙ্গে দল আর কোনও আলোচনায় যাবে না। সে কথা আগেই জানানো হয়েছিল। বিভিন্ন অরাজনৈতিক অনুষ্ঠান করছেন নন্দীগ্রামের বিধায়ক। প্রাক্তন পরিবহণমন্ত্রীর এইসব অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের স্থানীয় বা জেলা স্তরের বহু নেতৃত্বকেই দেখা যাচ্ছে। অনেকেই আবার শুভেন্দুর অনুষ্ঠানের মূল উদ্যোক্তা। তৃণমূল নেতৃত্ব পরিষ্কার বার্তা দিয়েছে এঁদেরকে আর দল বহণ করবে না।
আরও পড়ুন- শুভেন্দু ইস্যুতে শিশিরের উপস্থিতিতে নেতৃত্বকে কড়া বার্তা মমতার
দল এঁদের বহিস্কার না করে তাঁদের পদ থেকে অব্যাহতি দিচ্ছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের সভাপতি মনোনীত করা হয়েছে স্বদেশরঞ্জন দাসকে। ওই পদ থেকে সরানো হল মেঘনাথ পালকে। জানা গিয়েছে, শুভেন্দুর বাইক র্যালির অন্যতম উদ্যোক্তা ছিলেন মেঘনাথ পাল। অন্যদিকে ভগবানপুর ২ নম্বর ব্লকের সভাপতি হয়েছেন শশাঙ্ক শেখর জানা। সেখানে সভাপতি ছিলেন মানব পায়রা। দলীয় সূত্রে খবর, সম্প্রতি এঁদের সভাপতি পদে বহাল করা হয়েছিল।
পূর্ব মেদিনীপুরের জেলা সভাপতিকে গতকালই নির্দেশ দিয়েছিলেন তৃণমূল নেত্রী। আর কোন সময় না দিয়েই এই দুজন সভাপতিকে সরিয়ে দিয়ে ফের কড়া বার্তা দিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব।
জানা গিয়েছে, তৃণমূল নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে দল বিরোধী কাজ বা কাউকে নিয়ে দলে কোন অস্থির পরিস্থিতির সৃষ্টি হলে তাঁকে দল তাড়িয়ে দেবে না। সেক্ষেত্রে সেই ব্যক্তিকে তাঁর পদ থেকে সরিয়ে দেবে। পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে দল আর কোন অপেক্ষা করল না। দলের তরফে বলা হয়েছে, যাঁরা বলছেন দিদির সঙ্গে আছি তাঁরা যেন সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেয় তাঁরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন