Advertisment

ওদের বিজয় মিছিল হবে না, আমাদের শান্তি মিছিল হবে, পুলিশকে নির্দেশ মমতার

ক্ষুব্ধ মমতা এদিন বলেন, ভোটের ফল প্রকাশের পর প্রায় দুই সপ্তাহ কেটে যাওয়ার পরও বহু জায়গায় বিজয় মিছিল করছে বিজেপি। এই বিজয় মিছিলে পুলিশ যাতে আর অনুমতি না দেয়, এদিন সরাসরি সে নির্দেশই দেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata banerjee, মমতা, loksabha election 2019, লোকসভা নির্বাচন ২০১৯

মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যে বিজেপির বিজয় মিছিলে আর অনুমতি দেওয়া হবে না। বৃহস্পতিবার সন্ধ্যায় নিমতার নিহত তৃণমূলকর্মী নির্মল কুণ্ডুর পরিবারের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের সামনে পুলিশের উদ্দেশে এমন নির্দেশই দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বলেন, "ওদের বিজয় মিছিল হবে না, আমাদের শান্তি মিছিল হবে"। অন্যদিকে, তৃণমূল নেতা নির্মল কুণ্ডু খুনের ঘটনার তদন্তভার রাজ্য পুলিশের হাত থেকে নিয়ে সিআইডির হাতে তুলে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisment

মঙ্গলবার সন্ধ্যা ৭টা নাগাদ নিমতার পাটনা ঠাকুরতলা এলাকায় তৃণমূল নেতা নির্মল কুণ্ডুকে প্রকাশ্যে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন নির্মল। পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। জানা যাচ্ছে, দ্বিতীয়বার প্রধানমন্ত্রীর পদে মোদীর শপথ গ্রহণের দিন নির্মল কুণ্ডুর বাড়ির সামনে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে সম্প্রচার দেখার ব্যবস্থা করতে চেয়েছিল বিজেপি কর্মীরা। নির্মল বারণ করাতেই ক্রুদ্ধ হয় পদ্মকর্মীরা। আর এর জেরেই খুন বলে দাবি।

আরও পড়ুন- মোদীকে জেতানো প্রশান্ত কিশোর এবার তৃণমূলের?

ক্ষুব্ধ মমতা এদিন বলেন, ভোটের ফল প্রকাশের পর প্রায় দুই সপ্তাহ কেটে যাওয়ার পরও বহু জায়গায় বিজয় মিছিল করছে বিজেপি। এই বিজয় মিছিলে পুলিশ যাতে আর অনুমতি না দেয়, এদিন সরাসরি সে নির্দেশই দেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা। মমতার কটাক্ষ, রাজ্যে বিজেপি ১৮টি আসন পেয়েছে, আর তৃণমূল পেয়েছে ২২, তাহলে (অপেক্ষাকৃত কম আসন পেয়ে) বিজেপির এত বিজয় মিছিল করার কী আছে? তবে, গেরুয়া শিবিরের বিজয় মিছিল না হলেও তৃণমূলের শান্তি মিছিল চলবে বলেও জানিয়েছেন মমতা।

আরও পড়ুন- বঙ্গে গেরুয়া হাওয়া, কৃষ্ণনগরে কোমর বাঁধছে দুর্গাবাহিনী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান, নির্মলের খুনিদের শাস্তি হবে। বিষয়টি বিচার বিভাগের উপরই নির্ভর করছে বলেও জানিয়েছেন তিনি। তবে এ বিষয়ে রাজ্যের তরফে 'ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি' গড়া হবে বলেও জানিয়েছেন মমতা। নির্মলের খুনের পিছনে বিজেপি রয়েছে বলে অভিযোগ জানিয়ে মমতা বলেন, "নিজেরা খুন করেছে, আর দিল্লিতে গিয়ে বলছে তৃণমূল করছে"। হাবড়া-সহ রাজ্যের আরও দুই এলাকায় তৃণমূল কর্মীদের খুন করা হয়েছে বলে দাবি করেন মমতা। ওইসব এলাকায় তৃণমূলের প্রতিনিধি দল পাঠানো হচ্ছে বলেও জানান তৃণমূল সুপ্রিমো।

Mamata Banerjee All India Trinamool Congress bjp
Advertisment