scorecardresearch

‘আরও উন্নত সংস্করণের স্পাইওয়্যার আছে? জিজ্ঞাসার এটাই সেরা সময়’, মোদীকে কটাক্ষ চিদাম্বরমের

ইজরায়েল সম্পর্কের নতুন লক্ষ্য নির্ধারণে এটাই উপযুক্ত সময়। প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে হাতিয়ার করেই ঘুরিয়ে কটাক্ষ করলেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী।

Time to ask Israel if they have advanced pegasus spyware Chidambaram
পেগাসাস ইস্যুতে মোদীকে তোপ চিদাম্বরমের।

ভারত ইজরায়েল সম্পর্কের নতুন লক্ষ্য নির্ধারণে এটাই উপযুক্ত সময়। প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে হাতিয়ার করেই ঘুরিয়ে কটাক্ষ করলেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চাদাম্বরম। তাঁর আর্জি, প্রধানমন্ত্রীর ইজরায়েলকে জিজ্ঞাসা করা উচিত যে তাঁদের কাছে পেগাসাসের কোনও ‘উন্নত সংস্করণ’ আছে কিনা।

রবিবার টুইটে পি চিদাম্বরম লিখেছেন, ‘শেষ চুক্তিটি ছিল ২ বিলিয়ন ডলারে। এবার ভারত আরও ভালো করতে পারে। যদি আমরা ২০২৪ সালের নির্বাচনের আগে আরও অত্যাধুনিক স্পাইওয়্যার পাই, তবে তাদের ৪ বিলিয়ন ডলারও দিতে পারি।’

গতবছরই পেগাসাস কেলেঙ্কারি নিয়ে গোটা দেশ তোলপাড় হয়েছে। কেন্দ্রের বিরুদ্ধে আড়িপাতার অভিযোগ এনেছে বিরোধী দলগুলি ও বিশিষ্টরা। কেন্দ্র ইজরালেরে সঙ্গে পেগাসাসা চুক্তি নিয়ে মুখ খুলতে নারাজ। গোটা ঘটনার তদন্তে সুপ্রিম কোর্টে একটি নিরপেক্ষ কমিটি গঠন করে দিয়েছে। এই প্রেক্ষিতে সাম্প্রতি দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন নতুন করে শোরগোল ফেলেছে।

প্রতিবেদনে প্রকাশ যে, ২০১৭ সালে ইজরায়েলের সঙ্গে ২ বিলিয়ন ডলারের একটি চুক্তি সই করেছিল ভারত। সেই চুক্তির অন্যতম ছিল পেগাসাস। মিসাইল সিস্টেমও এর অন্তর্ভুক্ত ছিল।

আরও পড়ুন- পেগাসাস: ভারত-ইজরায়েল চুক্তির তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে মামলা

তবে এই প্রতিবেদনকে গুরুত্ব দিতে নারাজ কেন্দ্রে। ওই প্রতিবেদন সত্ত্বেও প্রধানমন্ত্রী মোদী শনিবার ভারত-ইজরায়েল সম্পর্কের ৩০ বছর পূর্তি উপলক্ষে একটি ভিডিও শেয়ার করেছেন। তিনি বলেছেনন, ‘দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের নতুন লক্ষ্য নির্ধারণের জন্য এর চেয়ে ভালো সময় হতে পারে না।’

প্রধানমন্ত্রী মোদীর কথায়, ‘এই দিনটি আমাদের সম্পর্কের ক্ষেত্রে অন্য গুরুত্ব বহন করে, কারণ ৩০ বছর আগে দুই দেশের মধ্যে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছিল। দুই দেশের মধ্যে নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। সেটি এক অধ্যায় ছিল, আমাদের সম্পর্কের ইতিহাস বহু পুরনো।’

নমোর এই মন্তব্যের পাল্টা কটাক্ষ ছুড়ে পি চিদাম্বরম টুইটে লিখেছেন: ‘প্রধানমন্ত্রী বলেছেন যে ভারত-ইসরায়েল সম্পর্কের নতুন লক্ষ্য নির্ধারণের সেরা সময়। অবশ্যই, ইজরায়েলের কাছে পেগাসাস স্পাইওয়্যারের কোনো উন্নত সংস্করণ আছে কিনা তা জিজ্ঞাসা করার এটাই সেরা সময়।’

Read in English

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Time to ask israel if they have advanced pegasus spyware chidambaram