দক্ষিণ নয়, উত্তরেই প্রচারে ঝড় তুললেন তৃণমূলের যুবরাজ। পুর নির্বাচনেও একাধিক রণকৌশল মাথায় রেখেই ৪.৩ কিলোমিটার রোড শো করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক বন্দ্যোপাধ্যায় গেরুয়া শিবিরের কায়দায় প্রচারে বধ করলেন পদ্ম শিবিরকে। সব থেকে বড় কথা, শেষ লগ্নের প্রচারে টার্গেট করলেন কলকাতা পুরসভা নির্বাচনে বিজেপির শক্ত ঘাঁটিগুলিকে।
বড় বাজার এলাকা থেকে দীর্ঘ দিন ধরেই জয়ী হয়ে আসছেন বিজেপি কাউন্সিলররা। বামফ্রন্ট আমলের সেই ট্রাডিশন আজও বিদ্যমান। রাজনৈতিক মহলের মতে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ভিতকেই নড়িয়ে দিতে রোড শো করলেন বৃহস্পতিবার বিকেলে। উত্তর কলকাতার অলিতে-গলিতে তাঁর রোড শো বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল। এদিন তৃণমূলের মিছিলে হিন্দিভাষীদের ভিড় যথেষ্ট লক্ষ্য করা গিয়েছে। এমনকী রাস্তার পাশেই ভিড় করেছিলেন মানুষজন। বাড়ির বারান্দা থেকেও উঁকি দিয়েছেন বাসিন্দারা। রোড শো শুরু হয়েছিল রাজা কাটরা থেকে। সত্যনারায়ন পার্ক আসতেই গড়িয়ে যায় প্রায় ৫০ মিনিট।
কলকাতা পুর নির্বাচনে দুদিনে চারটে জনসভা করেছেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর কলকাতায় কোনও সভা করেননি মমতা। উত্তর কলকাতায় প্রচারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন ডায়মন্ডহারবারের সাংসদ। মূলত অবাঙালি ওয়ার্ড ধরেই অভিষেকের রোড শো এগিয়েছে। মূলত উত্তরের ১০টি ওয়ার্ডকে কভার করে রোড শো হয়েছে। যুবরাজের পড়নে তথাকথিত কুর্তা-পাজামা বা কোনও রাজনৈতিক পোষাক ছিল না। কালো রংয়ের কলার ছাড়া ফুল হাতা টি-শার্ট ছিল। একেবারেই আর পাঁচজন যুবকের সঙ্গে সহজেই মিলিয়ে নেওয়া যেতে পারে।
সাধারণত বিধানসভা বা লোকসভা নির্বাচনে শেষ-প্রচারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় মিছিল করেন। নির্বাচনের শুরুতে মিছিল করেন কলেজস্ট্রিট এলাকা থেকে ধর্মতলা। শেষ প্রচার সারেন দক্ষিণ কলকাতায় পদযাত্রার মধ্য দিয়ে। অভিষেক পুরনির্বাচনে সেই ধারা বদলে রোড শো করলেন একেবারে উত্তর কলকাতার অলি-গলিতে। সাধারণত দেখা গিয়েছে, বিধানসভা নির্বাচনের আগে বিজেপির কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব এরাজ্যে পদযাত্রার পরিবর্তে রোড শো করেছেন। সেখানে আগে-ভাগে ফুল ছেটানোর বন্দোবস্ত থাকতো। এদিন অভিষেকের গাড়ি লক্ষ্য করে সাধারণ মানুষ যেমন ফুল ছিটিয়েছে, তেমনই লাল গোলাপের পাপড়ি ছুড়ে পাল্টা শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড।
আরও পড়ুন- সিঙ্গুরের পর এবার লক্ষ্য নবান্ন, ১৪ তলায় উঠে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি দেবে বিজেপি
এবার মহানগরের কুর্সি দখলের লড়াইয়ের প্রচারে বঙ্গ বিজেপি বেশ পিছিয়ে রয়েছে, তা তাদের কর্মসূচিতে স্পষ্ট। দেশের অন্যতম মহানগরের নির্বাচন নিয়ে গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতৃত্বের কোনও তাপ-উত্তাপ নেই। যখন কলকাতায় উত্তর থেকে দক্ষিণে প্রচারে ঝাঁপিয়েছেন মমতা-অভিষেক তখন সিঙ্গুরে মঞ্চ বেঁধেছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব। স্থানীয় বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্য়ায়ও নাকি সেই খবর পেয়েছেন একদিন আগে। রাজনৈতিক মহলের মতে, উত্তর কলকাতায়, বিশেষত অবাঙালি অধ্যুষিত পুর-ওয়ার্ডগুলিতে অভিষেকের এই প্রচারের ফলে বিজেপির চাপ যে আরও বাড়ল তা নিয়ে কোনও সন্দেহ নেই।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন