Advertisment

Electoral bonds data: ৫ বছরে নির্বাচনী বন্ড থেকেই ১৬০০ কোটিরও বেশি ঘরে তুলে সেকেন্ড TMC, প্রথম কে?

Electoral bonds data: নির্বাচনী বন্ডের মাধ্যমে তৃণমূল টাকার পাহাড় সংগ্রহ করেছে মাত্র গত ৫ বছরেই। ইলেক্টোরাল বন্ড সংগ্রহে গোটা দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরেই বিপুলভাবে ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে আয় বেড়েছে তৃণমূলের।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
TMC at No 2 with Rs 1609 crore bond redemption rose after Assembly election win

Mamata Banerjee: তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

TMC income through electoral bonds: ২০১৯-এর এপ্রিল ২০২৪-এর জানুয়ারি পর্যন্ত ইলেক্টোরাল বন্ড পাওয়ার তালিকায় গোটা দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল (TMC)। দেশের সমস্ত রাজনৈতিক দলগুলির মধ্যে রাজনৈতিক অনুদান সংগ্রহে দ্বিতীয় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস (AITC)। পরিসংখ্যান বলছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জয়ের পরেই তৃণমূলের অনুদান বিপুলভাবে বেড়েছে।

Advertisment

জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission of India) আপলোড করা তথ্য বলছে, ২০১৯-এর এপ্রিল থেকে ২০২৪-এর জানুয়ারি পর্যন্ত তৃণমূল মোট ১৬০৯ কোটি টাকার নির্বাচনী বন্ড (Electoral Bond) সংগ্রহ করেছে। তথ্য বলছে, ২০২০-এর অক্টোবর-নভেম্বর এবং ২০২১ সালের জানুয়ারিতে তৃণমূল ৪৩.৪ কোটি টাকা মূল্যের ৬৫টি ইলেক্টোরাল বন্ড সংগ্রহ করেছে। এই সময়টায় দেশজুড়ে করোনার (Corona) প্রভাব মারাত্মক ছিল।

উল্লেখ্য, বাংলায় ২০২১ সালের ২৭ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত বিধানসভা নির্বাচন (Assembly Election) অনুষ্ঠিত হয়েছিল। ওই বছরের এপ্রিলে তৃণমূল ৫৫ কোটি ৪৪ লক্ষ টাকার মোট ১৭১টি নির্বাচনী বন্ড সংগ্রহ করেছে। ওই বছরের মে মাসে রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়। তারপর কয়েকমাসের মাথায় জুলাইতেই তৃণমূল ১০৭ কোটি ৫৬ লক্ষ টাকার মোট ৩৩৭টি ইলেক্টোরাল বন্ড সংগ্রহ করে।

আরও পড়ুন- Dilip Ghosh on Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর চোট নিয়ে ‘ভয়ঙ্কর প্রশ্ন’ দিলীপের! ভোটের বাংলায় শুরু তুমুল বিতর্ক

২০২১ সালের অক্টোবরে মোট ১৪১.৯২ কোটি টাকা এবং ২০২২-এর জানুয়ারিতে ২২৪ কোটি টাকা ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে সংগ্রহ করে তৃণমূল। এপ্রিল ২০২২-এ তৃণমূল ১৮ কোটি আয় করে নির্বাচনী বন্ডের মাধ্যমে। জুলাই ২০২২-এ সেটা বেড়ে দাঁড়ায় ৬৬.৫ কোটি টাকায়। ২০২২ সালের অক্টোবরে তৃণমূল নির্বাচনী বন্ডের মাধ্যমে মোট ১৪৩ কোটি টাকা আয় করে।

tmc election commission Electoral Bond
Advertisment