Advertisment

কাটমানি নিয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র পটাশপুর

কাটমানিকাণ্ডে সোমবার রণক্ষেত্রের চেহারা নেয় পূর্ব মেদিনীপুরের পটাশপুর এলাকা। তৃণমূল-বিজেপি সংঘর্ষে জখম হয়েছেন কমপক্ষে ৭ জন।

author-image
IE Bangla Web Desk
New Update
tmc, bjp, তৃণমূল, বিজেপি

বিজেপিতে যোগদান পর্বে মুকুল রায়ের গুরুত্ব কি কমেছে?

কাটমানি ইস্যুতে বাংলায় বিক্ষোভ-অশান্তি যেন থামছেই না। কাটমানি বিবাদ নিয়ে সংঘর্ষে জড়ালেন তৃণমূল ও বিজেপি সমর্থকরা। কাটমানিকাণ্ডে সোমবার রণক্ষেত্রের চেহারা নেয় পূর্ব মেদিনীপুরের পটাশপুর এলাকা। তৃণমূল-বিজেপি সংঘর্ষে জখম হয়েছেন কমপক্ষে ৭ জন। ঘটনাস্থলে পুলিশের উপরও আক্রমণের অভিযোগ উঠেছে। পুলিশের ২টি গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ২০ জনকে পুলিশ আটক করেছে বলে জানা গিয়েছে।

Advertisment

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পটাশপুর এলাকায় কাটমানি নিয়ে বিক্ষোভ মিছিল করে বিজেপি। সেই মিছিল ঘিরেই গোলমালের সূত্রপাত। প্রথমে মিছিল আটকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে বিজেপি কর্মী-সমর্থকদের। এরপরই তৃণমূলের কর্মী-সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়ান বিজেপি কর্মী-সমর্থকরা।

আরও পড়ুন: কাটমানির রেটকার্ড: বাড়ি বানাতে ২৫ হাজার, শেষকৃত্য ২০০ টাকা!

প্রসঙ্গত, জনপ্রতিনিধিদের কাটমানির টাকা ফেরতের নির্দেশ দিয়েছিলেন স্বয়ং তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রীর এহেন নির্দেশের পরই বাংলার বিভিন্ন প্রান্তে কাটমানির টাকা ফেরতের দাবিতে ‘নজিরবিহীন’ ভাবে বিক্ষোভ প্রদর্শন চলে। বহু তৃণমূল নেতার বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ ইতিমধ্যেই সামনে এসেছে। কাটমানি নিয়ে যখন তৃণমূলে আলোড়ন পড়ে গিয়েছে, সেই ইস্যুকেই হাতিয়ার করে আসরে নেমেছে বিজেপি। কাটমানি তরজায় উত্তাল হয়ে উঠেছিল সংসদও। লোকসভায় কাটমানি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানান বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

কাটমানি ইস্যুতে তাঁর বক্তব্য বিকৃত করেছে বিজেপি, এমন অভিযোগই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দলের বৈঠকে কর্মীদের উদ্দেশে মমতা বলেন, ‘‘কাটমানির কথা এভাবে বলতে চাইনি। বিজেপি বিকৃত করেছে। সরকারি প্রকল্পে উপভোক্তাদের কাছ থেকে টাকা নেওয়ার কথা বলা হয়েছিল। আমার কথার অপব্যাখ্যা করা হয়েছে’’। সূত্র মারফৎ এমনটাই জানা গিয়েছে।

Read the full story in English

tmc bjp
Advertisment