বাংলায় দ্বিতীয় দফার নির্বাচনে পশ্চিম মেদিনীপুরের ডেবরায় দুই প্রাক্তন আইপিএসের লড়াই ঘিরে টানটান উত্তেজনা। বৃহস্পতিবার ডেবরায় বহিরাগতদের নিয়ে বুথে বুথে টহল দেওয়ার অভিযোগ উঠল বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস ভারতী ঘোষের বিরুদ্ধে। এই বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল। স্থানীয়দের বিক্ষোভের মুখেও পড়েন ভারতী।
তৃণমূল প্রার্থী প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরের অভিযোগ, হরিপুর, ইসলামপুরের বিভিন্ন বুথে ২০-২২টা গাড়ি নিয়ে ঘুরছেন ভারতী। প্রচুর বহিরাগত রয়েছে ভারতীর সঙ্গে। নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ করেছেন ভারতী ঘোষ।
আরও পড়ুন West Bengal Election 2021 Live Update: ভোটারদের টাকা বিলির অভিযোগ, বিতর্কে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা
ডেবরায় সকাল থেকে বিভিন্ন বুথে যান ভারতী। তাঁর অভিযোগ, ‘‘ইসলামপুর বুথে বিজেপির এজেন্ট বসতে দেওয়া হয়নি। তৃণমূলের কর্মীরা প্রকাশ্যে ভয় দেখাচ্ছে। ভোটারদের প্রভাবিত করা হচ্ছে। ২০৯ নম্বর বুথে যেতে দেওয়া হচ্ছে না আমাকে। নির্বাচন কমিশনের দেখা উচিত, স্বাধীন এবং নিরপেক্ষ ভোট হচ্ছে কি না।’’
দক্ষিণ ডেবরায় বিজেপির মণ্ডল সভাপতিকে এজেন্ট হিসাবে বুথে বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন ভারতী। তাঁকে বসতে না দেওয়া হলে প্রতিবাদে ধর্নায় বসবেন বলে হুঁশিয়ারি দেন বিজেপি প্রার্থী। পাল্টা ভারতীর বিরুদ্ধে বুথে ঢুকে অশান্তি করার অভিযোগ তুলেছে তৃণমূল।