Advertisment

'ওঁর শরীর অসুস্থ হলে চিকিৎসকরা বুঝবেন, আমায় CBI ডাকলেই গিয়েছি', অনুব্রত ইস্যুতে কৌশলী কুণাল

গরু পাচার মামলায় পঞ্চমবারের জন্য সিবিআই আজ তলব করেছিল অনুব্রত মণ্ডলকে। তবে অসুস্থ হওয়ায় সিবিআই দফতরে যেতে পারেননি অনুব্রত।

author-image
IE Bangla Web Desk
New Update
Tmc leader Kunal Ghosh statement on Anubrata Mondal illness and cbi investigation

অনুব্রত মণ্ডল ইস্যুতে কৌশলী কুণাল ঘোষ।

অনুব্রত মণ্ডলের হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে এবার কৌশলী মন্তব্য খোদ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। ''ওঁর শরীর অসুস্থ হলে চিকিৎসকরা বুঝবেন, তবে আমায় সিবিআই, ইডি ডাকলেই গিয়েছি"। অনুব্রত মণ্ডলকে সিবিআই তলব ইস্যুতে এভাবেই নিজের মতামত জানালেন রাজ্য তৃণমূলের অন্যতম এই শীর্ষ নেতা।

Advertisment

গরু পাচার মামলায় সিবিআই স্ক্যানারে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। এই মামলায় এর আগে অনুব্রতকে চারবার তলব করেছিল সিবিআই। কিন্তু প্রতিবারই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছিলেন তৃণমূল নেতা। পরে কলকাতা হাইকোর্টে সিবিআই তলবে আইনি রক্ষাকবচ চেয়ে দ্বারস্থ হন অনুব্রত মণ্ডল। তবে আদালত অনুব্রতর আবেদনে সাড়া দেয়নি। এরপরই তাঁকে ফের তলবের তোড়জোড় শুরু করে দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

বুধবার পঞ্চমবারের জন্য তলব করা হলেও এবারও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েই সিবিআই হাজিরা এড়িয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। দলের এই নেতার হাসপাতালে ভর্তি হওয়া প্রসঙ্গে কুণাল ঘোষ এদিন বলেন, ''অনুব্রত মণ্ডলকে ওঁর আইনজীবীরা কী বলেছেন সেটা তাঁর ব্যাপার। এব্যাপারে আমি কিছু বলতে পারি না। ওঁর শরীর অসুস্থ থাকলে চিকিৎসকরা নিশ্চই দেখবেন। তবে আমি বলতে পারি, কোনওদিন অন্যায় করিনি। যখন যেখানে সিবিআই, ইডি ডেকেছে গিয়েছি। পাঁচ মিনিট আগেও উপস্থিত হতাম।''

আরও পড়ুন- SSKM-এ ভর্তি অনুব্রত মণ্ডল, ‘সদ্বিচ্ছা থাকলেও অসুস্থতার জন্য যেতে পারছি না’, CBI-কে চিঠি তৃণমূল নেতার

এরই পাশাপাশি কেন্দ্রীয় সংস্থার তলব প্রসঙ্গে এদিন দলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গও টানেন কুণাল ঘোষ। কয়লা-কাণ্ডে ইতিমধ্যেই একাধিকবার ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কুণাল ঘোষের দাবি, অপরাধ না করেও কেন্দ্রীয় সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাথা উঁচু করে তিনি বেরিয়েও এসেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কেন্দ্রীয় সংস্থার তলব ও পরে অনুব্রত মণ্ডলের হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে কুণাল ঘোষের এদিনের মন্তব্য বেশ ইঙ্গিতবাহী।

SSKM Hospital Anubrata Mandol cbi Cow Smuggling Kunal Ghosh tmc SSKM
Advertisment