Advertisment

ব্যাপক কর ছাড়-সহ উন্নয়ন, আগরতলা পুরভোটে একগুচ্ছ প্রতিশ্রুতি তৃণমূলের

আগরতলায় নির্বাচনী ইশতেহার প্রকাশ তৃণমূলের।

author-image
IE Bangla Web Desk
New Update
Tmc manifesto in upcoming Agartala Municipal Corporation Election

আগরতলায় নির্বাচনী ইশতেহার প্রকাশ তৃণমূলের।

'আগরতলার জন্য নবরত্ন'। নির্বাচনী ইশতেহারে একগুচ্ছ চমক জোড়াফুলের। আগরতলায় আসন্ন পুর নির্বাচনের আগে ইশতেহারে ঢালাও প্রতিশ্রুতি তৃণমূলের। পুরভোটে সাফল্য এলে ঢেলে সাজানো হবে ত্রিপুরার রাজধানীকে। প্রতিটি ওয়ার্ডে ওয়াটার এটিম বসানো থকে শুরু করে মিলবে কর ছাড়ের সুবিধা। আগরতলার মন পেতে চেষ্টার কসুর নেই জোড়াফুলে। সেই ছবিই ধরা পড়ল দলের নির্বাচনী ইশতেহারে। মঙ্গলবার আগরতলায় তৃণমূলের নির্বাচনী ইশতেহার প্রকাশের অনুষ্ঠানে দলের স্থানীয় নেতৃত্বের পাশাপাশি উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়, সাংসদ সুস্মিতা দেব, ইন্দ্রনীল সেন, জুন মালিয়া, সোহম চক্রবর্তীরা।

Advertisment

একুশের বিধানসভা নির্বাচনে বাংলায় তৃতীয়বারের জন্য বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পর থেকেই তৃণমূলের পাখির চোখ ত্রিপুরা। ইতিমধ্যেই ত্রিপুরায় দলের সাংগঠনিক শক্তি পোক্ত করার কাজে কোমর বেঁধে নেমে পড়েছে তৃণমূল। দলের তরফে সুস্মিতা দেবকে ত্রিপুরায় সাংগঠনিক শক্তি-বৃদ্ধির কাজে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও তৃণমূলের প্রথম সারির একাধিক নেতা ত্রিপুরায় দলের কাজের দেখভালের দায়িত্বে রয়েছেন।

২০২৩-এর ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে পুরভোটকে সেমিফাইনাল ধরে এগোতে চাইছে জোড়াফুল। চলতি মাসের ২৫ তারিখ ত্রিপুরায় পুর নির্বাচন। ভোটের ফল প্রকাশিত হবে ২৮ নভেম্বর। রাজধানী আগরতলা-সহ রাজ্যের আরও ২০ পুরসভায় নির্বাচন হতে চলেছে। মঙ্গলবার আগরতলা পুরনিগম নির্বাচনের আগে ইশতেহার প্রকাশ করেছে তৃণমূল। তৃণমূলের নেতৃত্বেই এবার পুরনিগমে পালবাদলে আশাবাদী ঘাসফুল শিবির। সেই লক্ষ্যেই রাজধানীর মাটি আঁকড়ে পড়ে রয়েছেন জোড়াফুলের নেতারা।

'আগরতলার জন্য নবরত্ন'। নির্বাচনী ইশতেহারে এভাবেই শহরবাসীর মন পাওয়ার মরিয়া চেষ্টায় তৃণমূল। ইশতেহারে একগুচ্ছ প্রতিশ্রুতি। পুরনিগমে ক্ষমতায় এলে ঢেলে সাজানোর আশ্বাস ত্রিপুরার রাজধানীকে। আগরতলার জন্য তৃণমূলের নয় প্রতিশ্রুতি ইশতেহারে। তারই নাম 'আগরতলার জন্য নবরত্ন'। ক্ষমতায় এলেই জলের উপর থেকে সব ধরনের কর বাতিল করা হবে বলে প্রতিশ্রুতি ইশতেহারে। শুধু তাই নয়, যে পরিবারগুলির বার্ষিক আয় ১০ লক্ষের কম তাঁদের জন্য সম্পত্তি কর ২০ শতাংশ কমানো হবে বলে আশ্বাস তৃণমূলের ইশতেহারে।

আরও পড়ুন- নারদে স্বস্তি ফিরহাদ-শোভন-মদনের, অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়াল আদালত

জল সরবরাহ নিয়েও একগুচ্ছ প্রতিশ্রুতি তৃণমূলের। ঘরে-ঘরে পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার অঙ্গীকার জেড়াফুলের। শহরের প্রতিটি ওয়ার্ডে ওয়াটার এটিএম বসানোর প্রতিশ্রুতি। আগরতলা নগর স্বাস্থ্যকেন্দ্রের মানোন্নয়নেরও প্রতিশ্রুতির পাশাপাশি ক্ষমতায় এলে আগরতলার রাস্তাঘাট ঢেলে সাজানোর আশ্বাস।

'নবরত্ন' প্রতিশ্রুতিকে ঢাল করেই আগরতলা পুরনিগমে বদলের ডাক তৃণমলের। আসন্ন পুরভোটকে '২৩-এর বিধানসভা নির্বাচনের আগে সেমিফাইনাল ধরেই এগোচ্ছে জোড়াফুল। ইতিমধ্যেই দু'বার ত্রিপুরা ঘুরে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিন কয়েকের মধ্যেই ফের একবার ত্রিপুরা যেতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ডিসেম্বর মাসে ত্রিপুরা সফরে যাওয়ার কথা খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tmc tripura agartala Tripura TMC Municipal Election
Advertisment