Advertisment

ফের তৃণমূলে ভাঙন! বিজেপিতে তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম

বীরভূমের লাভপুরের তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম বিজেপিতে যোগ দিলেন। বুধবার দিল্লিতে বিজেপি সদর দফতরে পদ্ম পতাকা হাতে তুলে নেন মণিরুল।

author-image
IE Bangla Web Desk
New Update
bjp, বিজেপি, manirul islam, মণিরুল ইসলাম

বিজেপিতে যোগ দিলেন লাভপুরের তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম। ছবি: টুইটার।

আবারও তৃণমূলে ‘ভাঙন’ ধরাল বিজেপি। এবার অনুব্রত মণ্ডলের গড়ে হানা দিল বিজেপি। বীরভূমে লাভপুরের তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম বিজেপিতে যোগ দিলেন। বুধবার দিল্লিতে বিজেপি সদর দফতরে পদ্ম পতাকা হাতে তুলে নেন মণিরুল। নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরাও যোগ দিলেন বিজেপিতে। পদ্মশিবিরে যোগ দিলেন বীরভূম জেলা যুব তৃণমূলের জেনারেল সেক্রেটারি মহম্মদ আসিফ ইকবালও। মুকুল রায় ও কৈলাশ বিজয়বর্গীয়ের হাত ধরে এদিন বিজেপিতে যোগ দিলেন তৃণমূল নেতা নিমাই দাসও।

Advertisment

আরও পড়ুন: তৃণমূলে আঘাত! বিজেপিতে শুভ্রাংশু-সহ একঝাঁক তৃণমূল কাউন্সিলর

প্রসঙ্গত, বীরভূম মানেই অনুব্রত মণ্ডলের গড়। তৃণমূলের সেই ‘সুরক্ষিত’ এলাকায় যেভাবে এদিন থাবা বসালেন মুকুল রায়রা, তাতে মমতা বাহিনী বড়সড় ধাক্কা খেল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। অন্যদিকে, অনুব্রত মণ্ডলের দাপটে বীরভূম নিয়ে বরাবরই নিশ্চিন্তে থাকে দলীয় নেতৃত্ব। কিন্তু এবারের নির্বাচনে বীরভূমের দুই লোকসভা কেন্দ্র নিজেদের দখলে রাখলেও ‘আশানরূপ’ ফল হয়নি তৃণমূলের। বিধানসভা ভোটের ফলাফলের নিরিখে অনেকটাই ভাল ফল করেছে বিজেপি। লাল মাটির রাজ্যে বিজেপির এই ‘বাড়বাড়ন্ত’ নিয়েই কপালে ভাঁজ পড়েছে তৃণমূলের কেষ্টর। এমন পরিস্থিতিতে মণিরুলের মতো তৃণমূল বিধায়কের বিজেপিতে যোগদান  অনুব্রতর কাছে  ‘বড় আঘাত’ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন: মোদী জি, আমি দুঃখিত, শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছি না: মমতা

মঙ্গলবার দিল্লিতে বিজেপির সদর দফতরে পদ্মপতাকা হাতে তুলে নেন বীজপুরের তৃণমূলের বিধায়ক শুভ্রাংশু রায়। শুভ্রাংশুর পাশাপাশি সেদিন আরও দুই বিধায়ক বিজেপিতে যোগ দিলেন। বিজেপিতে যোগ দেন বিষ্ণুপুরের বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য ও হেমতাবাদের সিপিএম বিধায়ক দেবেন্দ্র রায়। অন্যদিকে, মমতা বাহিনীকে বড়সড় ধাক্কা দিয়ে একঝাঁক তৃণমূল কাউন্সিলর এদিন বিজেপিতে যোগ দিলেন। কাঁচরাপাড়া, হালিশহর ও নৈহাটি পুরসভার বিজেপি দখল নিয়েছে বলে দাবি করেছেন মুকুল রায়রা।

bjp
Advertisment