Advertisment

কলকাতা পুরভোট: সময় বেঁধে উন্নয়নের কাজ, প্রতি ওয়ার্ডে মহিলাদের জন্য শৌচালয়, তৃণমূলের ইস্তেহারে ১০ দিকে জোর

শনিবার মহারাষ্ট্র নিবাস হলে কলকাতা পুরভোটের নির্বাচনী ইস্তেহার প্রকাশ তৃণমূলের।

author-image
IE Bangla Web Desk
New Update
Trinamool Congress release manifesto of kolkata Municipal Election 2021

কলকাতা পুরভোটে তৃণমূলের ইস্তেহার প্রকাশ।

কলকাতা পুরভোটে তৃণমূলের ইস্তেহার প্রকাশ। 'দশ দিগন্ত কলকাতা', অর্থাৎ শহরের উন্নয়নে দশ দিকে নজর দিয়ে ইস্তেহার প্রকাশ তৃণমূলের। নাগরিক পরিষেবার উন্নয়নে ঢালাও প্রতিশ্রুতি। মহিলাদের সুরক্ষায় আরও বেশি জোর। প্রতিটি ওয়ার্ডে কমিউনিটি সেন্টার, মহিলাদের জন্য পৃথক শৌচালয়ের ব্যবস্থার আশ্বাস। শহরের জল-নিকাশির আমূল সংস্কারে জোর। রাস্তা, পার্কের উন্নয়নের পাশাপাশি সময় বেঁধে উন্নয়নের কাজের প্রতিশ্রুতি শাসকদলের।

Advertisment

বাংলার পাশাপাশি এদিন হিন্দি, উর্দু ও ইংরেজি ভাষাতেও তৃণমূলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হয়েছে। শনিবার কলকাতার মহারাষ্ট্র নিবাস হলে তৃণমূলের ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সুব্রত বক্সি, সুদীপ বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস থেকে শুরু করে শাসকদলের শীর্ষ নেতারা।

আগামী ১৯ ডিসেম্বর কলকাতায় পুরভোট। জমে উঠেছে নির্বাচনী প্রচার। কলকাতার ১৪৪টি আসনেই লড়ছেন জোড়াফুলের প্রার্থীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক উন্নয়নমূলক প্রকল্পকে হাতিয়ার করে জনতার দুয়ারে-দুয়ারে ঘুরছেন প্রার্থীরা। এরই ফাঁকে আজ কলকাতা পুরভোটের ইস্তেহার প্রকাশ তৃণমূলের। নির্বাচনী ইস্তেহারে ফের একবার শহর সাজানোর আশ্বাস। সময় বেঁধে উন্নয়নের প্রতিশ্রুতি।

publive-image
কলকাতা পুরভোটে তৃণমূলের ইস্তেহার প্রকাশ অনুষ্ঠান।

তিলোত্তমা মহানগরীর জল-যন্ত্রণা আজও মেটেনি। ফি বর্ষায় আজও কোথাও গোড়ালি ডোবা জল, কোথাও আবার হাঁটু-ডোবা জল পেরিয়েই চলে যাতায়াত। কলকাতা শহরে আজও প্রকট এই জল-যন্ত্রণা। তবে ফের একবার কলকাতা পুরসভার দায়িত্ব পেলে শুরুতেই সেই সমস্যা মেটাতে জোর দেবে তৃণমূল। কলকাতায় ২০০ অতিরিক্ত পাম্প বসানোর প্রতিশ্রুতি শাসকদলের। জল-যন্ত্রণা থেকে মুক্তিতে নিকাশি ব্যবস্থা আরও উন্নত করার প্রতিশ্রুতি তৃণমূলের নির্বাচনী ইস্তেহারে।

তৃণমূলের 'দশ দিগন্ত কলকাতা' উন্নয়ন প্রকল্পের প্রতিশ্রুতিতে রয়েছে পার্ক, বাজার, রাস্তার ঢালাও সংস্কারের আশ্বাস। টালিগঞ্জ এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে। ফের একবার কলকাতার দায়িত্বে এলে টালিগঞ্জের সেই সমস্যা মেটানোর আশ্বাস তৃণমূলের ইস্তেহারে। শহরের সব জায়গায় পানীয় জলের ব্যবস্থার প্রতিশ্রুতি।

আরও পড়ুন- নজরে মহিলা ভোট, লক্ষ্মীর ভাণ্ডারের আদলে গোয়ায় ‘গৃহলক্ষ্মী কার্ডে’র প্রতিশ্রুতি তৃণমূলের

এছাড়াও কলকাতা শহরের সব রাস্তার সংস্কার, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের আশ্বাস শাসকদলের। কলকাতায় ৩০টি ডেঙ্গি নির্ধারণ কেন্দ্র তৈরির প্রতিশ্রুতি। আরও নাইট শেল্টার খোলার বন্দোবস্ত করা হবে। সব ওয়ার্ডে কমিউনিটি সেন্টার, মহিলাদের জন্য শৌচালয়ের ব্যবস্থার আশ্বাস জোড়াফুলের ইস্তেহারে।

উন্নয়নের কাজে দেরি নিয়ে প্রায়শই নানা সমালোচনার মুখে পড়তে হয় প্রশাসনকে। তবে এবার কলকাতার ভার পেলে সেই অভিযোগের নিরসণ হবে বলেও আশ্বাস তৃণমূলের। সময় বেঁধে কলকাতার উন্নয়ন প্রকল্পগুলির কাজে হাত দেবে পুরসভা, নির্বাচনী ইস্তেহারে রয়েছে এমনই প্রতিশ্রুতি।

ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখনটেলিগ্রামে, পড়তেথাকুন

tmc kolkata Kolkata Municipal Corporation All India Trinamool Congress Election manifesto Municipal Election KMC Poll KMC Elections
Advertisment