Advertisment

গোয়ায় শক্তি বাড়ল তৃণমূলের, মমতার উপস্থিতিতে আরও এক প্রাক্তন মুখ্যমন্ত্রী জোড়াফুলে

গোয়াতেও তৃণমূলনেত্রীর মুখে 'খেলা হবে' স্লোগান। 'বিজেপির বিকল্প একমাত্র তৃণমূল', ফের সওয়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের।

author-image
IE Bangla Web Desk
New Update
Trinamool gains strength in Goa, another former CM joins Trinamool in presence of Mamata-Abhishek

তৃণমূলে যোগ দিলেন আরও এক প্রাক্তন মুখ্যমন্ত্রী।

গোয়ায় শক্তি বাড়ল জোড়াফুলের। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে আজ জোডা়ফুল শিবিরে যুক্ত হলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী আলেমাও চার্চিল। এনসিপি ছেড়ে তৃণমূলে এলেন আলেমাও। জোড়াফুল শিবিরে যোগ দিয়েই গোয়া বিধানসভার অধ্যক্ষকে চিঠি চার্চিলের। গোয়া বিধানসভায় এবার তৃণমূল বিধায়ক হিসেবে আসন চেয়ে চিঠি আলেমাও চার্চিলের।

Advertisment

গোয়া সফরে গিয়ে আবারও চমক মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ঘাসফুল শিবিরে যোগ দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী আলেমাও চার্চিল। এনসিপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন আলেমাও। এদিন দলে তাঁকে স্বাগত জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন গোয়া নির্বাচনে বিজেপির বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়বে তৃণমূল, আশ্বাস তৃণমূলনেত্রীর।

আগেই তৃণমূলে যোগ দিয়েছিলেন গোয়ার আরও এক প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো। এবার সৈকত রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে তাঁর দলে যোগ দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী আলেমাও চার্চিল। এই মুহূর্তে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে প্রধান শক্তি তৃণমূল, এদিন গোয়া সফরে গিয়ে বক্তব্যে আরও একবার সেকথা স্পষ্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বলেন, ''তৃণমূলের উপর ভরসা থাকলে এগিয়ে চলুন। তৃণমূল সবার জন্য কাজ করে। বিজেপির বিকল্প একমাত্র তৃণমূল।''

আরও পড়ুন- ‘দেশকে একতার সূত্রে বেঁধেছে কাশী, নয়া ইতিহাসের সূচনা’, করিডরের উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী

আসন্ন গোয়া বিধানসভা নির্বাচনে জিতে ক্ষমতায় এলে রাজ্যের পর্যটনের উন্নয়নে একগুচ্ছ পদক্ষেপ করবে তাঁর সরকার, এমনই আশ্বাস তৃণমূল সুপ্রিমোর। গোয়াবাসীর উদ্দেশ্যে এদিন তাঁর বার্তা, ''তৃণমূলের উপর ভরসা রাখুন। গোয়ায় থেকে উন্নয়নের পরিকল্পনা করব।''

দল সাফল্য পেলে ভূমিপুত্রকেই মুখ্যমন্ত্রী করা হবে বলে এদিন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন গোয়াতেও তৃণমূলনেত্রীর গলায় 'খেলা হবে' স্লোগান। ''খেলা হবে। বিজেপির ক্লাবে খেলা হবে। বিজেপির বিরুদ্ধে ১০০ শতাংশ লড়বে তৃণমূল। গোয়ায় মুখ্যমন্ত্রী হতে আসিনি। গোয়ায় মুখ্যমন্ত্রী হবেন আপনাদেরই লোক।'' সংক্ষিপ্ত বক্তব্যে এদিন গোয়াবাসীর উদ্দেশ্যে বার্তা তৃণমূলনেত্রীর।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Goa tmc Alemao Churchill ncp
Advertisment