করোনায় ধীর গতিতে চলছে দেশের অর্থনীতি। এই পরিস্থিতিতে ইতিহাসে প্রথমবার আর্থিক মন্দায় ডুবতে পারে দেশ, এমন আশঙ্কার কথাই বলেছে আরবিআই। রিজার্ভ ব্য়াঙ্ক অফ ইন্ডিয়ার সেই রিপোর্টকে হাতিয়ার করে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করতে আসরে নামলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ‘দেশের শক্তিকে দুর্বলতায় পরিণত করছেন মোদী’, এ ভাষাতেই সোচ্চার হয়েছেন রাহুল।
এ প্রসঙ্গে দ্য় ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন উল্লেখ করে টুইটারে কংগ্রেস সাংসদ লিখেছেন, ‘‘ইতিহাসে প্রথমবার দেশ মন্দার মুখে পড়েছে। মি. মোদীর কার্যকলাপে ভারতের শক্তি দুর্বলতায় পরিণত হয়েছে’’।
রাহুলের পাশাপাশি অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিও এ ইস্য়ুতে কেন্দ্রকে টার্গেট করেছে। এই ‘কৃতিত্ব’ অর্জনের জন্য় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে অভিনন্দন জানিয়ে বিঁধেছে আপ।
আরও পড়ুন: আর্থিক মন্দা! জুলাই-সেপ্টেম্বরে জিডিপি সংকোচন ৮.৬ শতাংশ, অনুমান আরবিআই-এর
India has entered into recession for the first time in history.
Mr Modi’s actions have turned India’s strength into its weakness. pic.twitter.com/Y10gzUCzMO
— Rahul Gandhi (@RahulGandhi) November 12, 2020
উল্লেখ্য়, ইতিহাসে এই প্রথমবার ভারতীয় অর্থনীতিতে মন্দা গ্রাস করতে চলেছে বলে আরবিআই রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে জিডিপি-তে বড়সড় ধস নেমেছে। দ্বিতীয় ত্রৈমাসিকেও জিডিপি সংকোচন হবে বলে মনে করছে রিজার্ভ ব্য়াঙ্ক অফ ইন্ডিয়া। স্ট্য়াটেস্টিক্স অ্য়ান্ড প্রোগ্রাম ইমপ্লিমিন্টেশন মন্ত্রকের তরফে পরিসংখ্য়ান প্রকাশ করে জানানো হয়েছিল, চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে জিডিপির হার নেমে দাঁড়িয়েছে ২৩.৯ শতাংশে। সেই ধাক্কার পর চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে কেন্দ্রীয় ব্য়াঙ্কের ধারণা, জিডিপি সংকোচন হতে পারে ৮.৬ শতাংশ।
অর্থনীতিতে পরপর দু’বার বা তারও বেশি ত্রৈমাসিকে যখন জিডিপির হার পড়ে যায়, তখন তাকে মন্দা বলে বর্ণনা করা হয়। সেই অনুযায়ী, দ্বিতীয় ত্রৈমাসিকে যদি আরবিআই-এর অনুমান সত্য় হয়, তাহলে টেকনিক্য়ালি দেশে আর্থিক মন্দার সম্ভাবনা থাকছে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন