Advertisment

Nitin Gadkari: লিভ-ইন সম্পর্ক, সমলিঙ্গে বিয়ে সমাজ ধ্বংস করবে! বিতর্কিত মন্তব্যে শোরগোল ফেললেন মোদীর মন্ত্রী

Nitin Gadkari on Live-in relationship: কেন্দ্রীয় মন্ত্রী গড়করিকে জিজ্ঞাসা করা হয়েছিল এই প্রবণতা (লিভ-ইন এবং সমকামিতা) সমাজে কী প্রভাব ফেলবে?

author-image
IE Bangla Web Desk
New Update
Same Sex Marriage: সমলিঙ্গ বিয়ে এবং লিভ-ইন সম্পর্ক নিয়ে কী বললেন নিতিন গড়করি?

সমলিঙ্গ বিয়ে এবং লিভ-ইন সম্পর্ক নিয়ে কী বললেন নিতিন গড়করি? Photograph: (Indian Express)

Nitin Gadkari on Live-in relationship and same sex marriage: কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি এবার লিভ-ইন সম্পর্ক এবং সমলিঙ্গে বিয়ে নিয়ে বড় মন্তব্য করেছেন। তিনি বলেছেন, লিভ-ইন সম্পর্ক এবং সমলিঙ্গে বিয়ে  সমাজের নিয়ম বিরুদ্ধ। এতে সামাজিক ধারণা ধসে যাবে। একটি পডকাস্টে কেন্দ্রীয় মন্ত্রীর এই বয়ানে শোরগোল পড়ে গিয়েছে। তাঁর মতে লিভ-ইন সম্পর্ক ঠিক নয়।

Advertisment

নিতিন গড়করি বলেছেন, 'একবার লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টে গিয়েছিলাম। এই সময় আমি ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রীকে তাঁদের দেশের সবচেয়ে বড় সমস্যা সম্পর্কে জিজ্ঞাসা করেছি। তখন আমি জানতে পারলাম যে ইউরোপের দেশগুলোতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নারী-পুরুষ বিয়েতে আগ্রহী নয় এবং লিভ-ইন সম্পর্ক পছন্দ করে।'

তাহলে কি সামাজিক কাঠামো ভেঙে পড়বে?

কেন্দ্রীয় মন্ত্রী গড়করিকে জিজ্ঞাসা করা হয়েছিল এই প্রবণতা (লিভ-ইন এবং সমকামিতা) সমাজে কী প্রভাব ফেলবে? এ বিষয়ে মন্ত্রী বলেন, 'বিয়ে না করলে সন্তান কীভাবে জন্ম দেবেন, ওই শিশুদের ভবিষ্যৎ কী হবে? আপনারা যদি সামাজিক রীতি-নীতি শেষ করে দেন তাহলে সমাজের উপর এর কী প্রভাব পড়বে?

Advertisment

আরও পড়ুন এক দেশ এক নির্বাচন বিতর্কের মাঝে সামনে এল চোখ কপালে তোলা তথ্য! জানেন 'একটি ভোটের' খরচ?

শিশুর লালন-পালন মা-বাবার কর্তব্য

নিতিন গড়করি বলেন, 'প্রশ্ন এই নয় যে ভারতে কম বা বেশি সন্তান উৎপাদনের প্রয়োজন আছে। মোদ্দা কথা হল, সন্তান ধারণ করা এবং তাদের সঠিকভাবে লালন-পালন করা পিতামাতার কর্তব্য। আপনি যদি বলেন যে আপনি মজা করার জন্য বাচ্চা জন্ম দিয়েছেন এবং আপনি দায়িত্ব নিতে চান না তবে তা ঠিক নয়।'

ভারতে বিবাহবিচ্ছেদ নিষিদ্ধ করা উচিত?

সমকামী বিয়ে নিয়ে কথা বলতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, 'এতে সামাজিক কাঠামো নষ্ট হবে।' আদর্শ ভারতে বিবাহবিচ্ছেদের উপর নিষেধাজ্ঞা থাকা উচিত কিনা জানতে চাইলে তিনি বলেছিলেন যে, 'এটি হওয়া উচিত নয়। কিন্তু লিভ-ইন সম্পর্ক ভাল জিনিস নয়।'

Same Gender Marriage Same Sex marriage Live in Relationship Nitin Gadkari
Advertisment