Advertisment

'বাবরি রায় সুপ্রিম কোর্টের ব্যাখ্যা-সংবিধানের ভাবধারা বিরোধী', কটাক্ষ কংগ্রেসের

২০১৯ সালে বাবরি জমি বিতর্ক মামলায় সুপ্রিম কোর্টের পাঁচ বিচারতির সাংবিধানিক বেঞ্চ ১০৯২ সালের ৬ ডিসেম্বরের ঘটনাকে 'আইন লংঘন' বলে অভিহিত করেছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বাবরি মসজিদ ধ্বংস মামলা সিবিআইয়ের বিশেষ আদালতের রায়কে 'সংবিধানের ভাবধারার' বিরোধী বলে দেগে দিল কংগ্রেস। ২০১৯ সালে বাবরি জমি বিতর্ক মামলায় সুপ্রিম কোর্টের পাঁচ বিচারতির সাংবিধানিক বেঞ্চ ১০৯২ সালের ৬ ডিসেম্বরের ঘটনাকে 'আইন লংঘন' বলে অভিহিত করেছিল। এ দিনের রায়ে সুপ্রিম কোর্টের সেদিনের মতামতের বিরোধী বলে দাবি হাত শিবিরের। বুধবার সিবিআইয়ের বিশেষ আদালতের রায়ের বিপক্ষে ফের উচ্চ আদালতে আবেদনের করুক কেন্দ্র ও উত্তরপ্রদেশ সরকার, আর্জি কংগ্রেসের।

Advertisment

এ দিন বাবরি ধ্বংস মামলার রায় ঘোষণা করেছে বিশেষ সিবিআই আদালত। অভিযুক্তদের বিরুদ্ধে কোনও প্রমাণ নেই বলে জানিয়েছে আদালত। প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবানি, মুরলী মনোহর যোশী, উমা ভারতী, কল্যাণ সিং সহ ৩২ জন অভিযুক্তকেই নির্দোষ বলে ঘোষণা করা হয়েছে। ওই দিনের ঘটনা পূর্ব পরিকল্পিত নয় বলে জানিয়েছেন বিচারক সুরেন্দ্রকুমার যাদব।

কংগ্রেসের জনসংযোগ বিভাগের প্রদান রণদীপ সিং সুরজেওয়ালা বলেছেন, 'সিবিআইয়ের বিশেষ আদালতের রায় বাবরি মসজিদ ধ্বংস প্রসঙ্গে গত বছর ডিসেম্বরে সুপ্রিম কোর্ট ও সংবিধানের মূল ভাবধারার বিরোধী। সেদিন সুপ্রিম কোর্ট জানিয়েছিল ১৯৯২ সালের ৬ ডিসেম্বর যা হয়েছে তা গুরুতরভাবে আইন-শৃঙ্খলা লংঙঘন। কিন্তু তারপরও বিশেষ আদালত সব অভিযুক্তকেই বেকসুর খালাস বলে জানিয়েছে। স্পষ্ট যে, এই রায় সর্বোচ্চ আদালতের ব্যাখ্যাকেই চ্যালেঞ্জ জানাচ্ছে।'

২৮ বছর আগের ঘটনা 'পূর্ব পরিকল্পিত নয়' বলে জানিয়েছে সিবিআই আদালত। যার বিরুদ্ধে সুরজেওলার সংযোজন, 'যেকোনও উপায় ক্ষমতা দখলের জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি, ভাতৃত্ববোধ নষ্ট করে বাবরি মসজিদ ভেঙেছিল আরএসএস-বিজেপি। গোটা দেশবাসীর কাছে স্পষ্ট যে সেটাষড়যন্ত্র ছিল। এই ষড়যন্ত্রের সহযোগিতা করেছিল তৎকালীর উত্তরপ্রদেশ সরকার। এটা সংবিধানের মূল ধারার উপর আঘাত। সুপ্রিম কোর্টকে ভুল পথে চালনার চেষ্টা করা হলেও তা হয়নি। সুপ্রিম কোর্ট ওই ঘটনাকে গুরুতর আইন লংঘন বলে জানিয়েছে।'

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

CONGRESS Babri Mosque
Advertisment