scorecardresearch

করোনায় বাবুলের টুইট করা ভিডিও ঘিরে তুমুল বিতর্ক

তৃণমূল মহাসচিব তথা রাজ্য়ের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের অভিযোগ, ”বিজেপি ফেক ভিডিও (ভুয়ো ভিডিও) ছড়াচ্ছে”।

Babul Supriyo, বাবুল সুপ্রিয়
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

করোনা আবহে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদের টুইট করা ভিডিও ঘিরে বিতর্ক। ”বাড়ির লোককে সম্পূর্ণ অন্ধকারে রেখে, কোনও কিছু না জানিয়ে মৃতদেহ হাসপাতাল থেকে নিয়ে চলে যাওয়া হয়েছে এবং মৃতদেহর সৎকারও করে দেওয়া হয়েছে…”, একথা লিখে একটি ভিডিও টুইট করেছেন আসানসোলের সাংসদ। বাবুলের এই টুইট বার্তার পাল্টা হিসেবে তৃণমূল মহাসচিব তথা রাজ্য়ের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের অভিযোগ, ”বিজেপি ফেক ভিডিও (ভুয়ো ভিডিও) ছড়াচ্ছে”।

আরও পড়ুন : ‘বাংলাকে বদনাম করার চেষ্টা চলছে’, করোনায় চাঞ্চল্য়কর অভিযোগ মমতার

একটি ভিডিও পোস্ট করে বাবুল সুপ্রিয় লিখেছেন, ”এই ভিডিওটা দেখুন, বাড়ির লোককে সম্পূর্ণ অন্ধকারে রেখে, কোনও কিছু না জানিয়ে মৃতদেহ হাসপাতাল থেকে নিয়ে চলে যাওয়া হয়েছে এবং মৃতদেহের সৎকারও করে দেওয়া হয়েছে !! ডাক্তারকে বলতে শোনা গেল যে কর্পোরেশন বডি নিয়ে গেছে! কী লজ্জাজনক সব ঘটনা ঘটে চলেছে পশ্চিমবঙ্গে”।

এ প্রসঙ্গে তৃণমূল মহাসচিব তথা রাজ্য়ের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় বলেন, ”আমাদের প্রথমে দেখতে হবে ভিডিওটি আসল না নকল, সেইসঙ্গে বলি, বিজেপি বিশেষ করে ভুয়ো ভিডিও ছড়াচ্ছে”।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Video of dead patient in bengal hospital uploaded babul supriyo controversy