Advertisment

মে মাসের মধ্যেই বাকি পুরসভাগুলিতে ভোট, হাইকোর্টে হলফনামা কমিশনের

আগামী ১৯ ডিসেম্বর কলকাতায় পুরভোট। তবে রাজ্যের ১১৩ পুরসভায় নির্বাচন বাকি রয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
within 3 months wb govt have to pa DA to the employyes, ordered by calcutta highcourt

কলকাতা হাইকোর্ট।

বাকি পুরসভাগুলিতে মে মাসের মধ্যেই নির্বাচন করাতে চায় রাজ্য সরকার। রাজ্যের ১১৩ পুরসভায় নির্বাচন বাকি রয়েছে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ভোটারদের সুরক্ষায় সেই নির্বাচনগুলি ৬-৮ দফায় করাতে চায় রাজ্য সরকার। মে মাসের মধ্যে সেই ভোট করাতে চায় রাজ্য, এদিন উচ্চ আদালতে হলফনামা জমা দিয়ে এমনই জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

Advertisment

করোনা পরিস্থিতির জেরে রাজ্যের ১১৪ পুরসভার মেয়াদ শেষ হয়ে গেলেও নির্বাচন করানো সম্ভব হয়নি। করোনা পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে আসতেই শুধুমাত্র কলকাতা পুরসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা করেছ রাজ্য নির্বাচন কমিশন। আগামী ১৯ ডিসেম্বর কলকাতার ১৪৪টি ওয়ার্ডে পুরভোট হতে চলেছে। তবে শুরু থেকেই রাজ্যের সব পুরসভায় একইসঙ্গে ভোট চেয়েছিল বিজেপি। সেই দাবিতে হাইকোর্টে মামলা করে গেরুয়া শিবির। বিজেপির সেই মামলার প্রেক্ষিতে মেয়াদ উত্তীর্ণ পুরসভাগুলিতে ভোট করানো নিয়ে রাজ্য ও নির্বাচন কমিশনের ভাবনার কথা জানতে চায় হাইকোর্ট।

সোমবার কলকাতা হাইকোর্ট একটি হলফনামা জমা দেয় রাজ্য নির্বাচন কমিশন। হলফনামায় বলা হয়, আগামী মে মাসের মধ্যে রাজ্যের বাকি পুরসভাগুলিতে নির্বাচন করাতে চায় রাজ্য সরকার। ৬-৮ দফায় সেই নির্বাচন করাতে চায় রাজ্য। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই ৬-৮ দফায় ভোট করানোর ভাবনা রাজ্য সরাকারের।

হলফনামায় এদিন নির্বাচন কমিশন জানিয়েছে, “বর্তমানে কমিশনের ১৫ হাজার ৬৮৭ ইভিএম আছে। তার মধ্যে কলকাতা পুরভোটে ৭ হাজার ২১০টি ইভিএম ব্যবহার করা হবে। নির্ধারিত দিনে গণনা না হলে হাতে থাকবে আরও ৮ হাজার ৪৭৭ ইভিএম।'' সেই কারণে কয়েক দফায় ভোট গণনা না হলে পরবর্তী ভোটের জন্য কমিশনের হাতে ইভিএম থাকবে না বলে জানানো হয়েছে।

আরও পড়ুন- পুরভোটের প্রস্তুতি ও বাহিনী মোতায়েন: রাজ্য নির্বাচন কমিশনারকে ফের তলব রাজ্যপালের

রাজ্যের পুরভোট নিয়ে গত সপ্তাহে হাইকোর্টে শুনানি হয়। কলকাতা পুরভোটের দিন ঘোষণার পর বাকি পুরসভাগুলিতে নির্বাচন কবে হবে তা জানতে চান প্রধান বিচারপতি। ন্যূনতম কত দফায় সেই ভোট করানো যেতে পারে তাও জানতে চেয়েছিলেন প্রধান বিচারপতি। রাজ্যের সঙ্গে আলোচনা করে বাকি পুরসভাগুলিতে নির্বাচনের দিনক্ষণ জানানো হবে বলে আদালতে জানায় কমিশন। সেই মতো চলে আলোচনা।

সেই আলোচনার ভিত্তিতেই সোমবার কলকাতা হাইকোর্টে একটি হলফনামা জমা দেয় রাজ্য নির্বাচন কমিশন। হলফনামায় জানানো হয়, আগামী মে মাসের মধ্যেই রাজ্যের বাকি পুরসভাগুলিতে ভোট করাতে চায় রাজ্য সরকার। অতিমারীর পরিস্থিতি বিবেচনা করে ৬-৮ দফায় সেই নির্বাচন করানোর পরকিল্পনা করা হয়েছে।

ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখন টেলিগ্রামে, পড়তেথাকুন

State Election Commission Municipal Election Calcutta High Court
Advertisment