Advertisment

ঢিল-পাটকেল খাওয়ার ভয়ে হেলমেট পরে ঘুরছেন সিদ্দিকুল্লা, অবাক ভোটাররা

বেশ কয়েকজন দলীয় কর্মীকে মারধরের অভিযোগ, কোনও ঝুঁকি নিতে চান না মন্তেশ্বরের তৃণমূল প্রার্থী।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মনে হবে যেন এখনই বাইশ গজে ব্যাট করতে নামবেন তিনি। কিন্তু ক্রিকেট নয়, ভোটের ময়দানে শনিবার সকাল থেকে মাথায় হেলমেট পরে ঘুরে বেড়ালেন মন্তেশ্বরের তৃণমূল প্রার্থী সিদ্দিকুল্লা চৌধুরি। ক্রিকেটারের হেলমেট পরে যখন ঘুরছেন তিনি, অনেকেই তাঁকে দেখে অবাক। এর আগের দফাগুলোতে বিজেপি-তৃণমূল প্রার্থীকে হেলমেট পড়ে ঘুরতে দেখা গিয়েছিল। সেই পথেই হাঁটলেন সিদ্দিকুল্লাও।

Advertisment

এদিন, হেলমেট পরার কারণ কী, তা জিজ্ঞেস করায় সিদ্দিকুল্লার জবাব, "বিজেপি ও সিপিএমের ভয়েই মাথায় হেলমেট পড়ে ভোটের ময়দানে বুথ পরিদর্শনে। তাঁর অভিযোগ, বিজেপি সিপিএমের লোকজন প্ল্যান করে রেখেছে, আমাকে ঢিল-পাটকেল মারবে। মাথা ফাটিয়ে দেবে। আমিও হাল ছাড়ব না। সুরক্ষার বন্দোবস্ত করেই বেরিয়েছি। আমাদের দলের এজেন্টদের গলাতুন গ্রামের ৪০ ও ৪১ নম্বর বুথে বসতে দেওয়া হয়নি। বেশ কয়েকজন কর্মীকে মারধর করা হয়েছে।"

আরও পড়ুন West Bengal Election 2021 Live Update: শান্তিনগরের পর বিধাননগরে নয়াপট্টিতে উত্তেজনা, ১১টা পর্যন্ত ভোট পড়ল ৩৬.২ শতাংশ

এদিকে, মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত মেমারি-২ ব্লকের মিনাপুর বুথে ভোটারকে লাঠি দিয়ে মারধরের অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। অভিযোগ মেমারি-২ ব্লক তৃণমূল সভাপতি মহম্মদ ইসমাইলের।

Siddikullah Chowdhury West Bengal Assembly Election 2021 tmc
Advertisment