Advertisment

"ভোট দিতে যাবি না", 'তালিবানি' কায়দায় মহিলা ভোটারকে বাধা, অভিযুক্ত তৃণমূল কর্মী

এমন দৃশ্য একুশ শতকে বাংলায় দেখতে হবে, তা বোধহয় কেউই আশা করেননি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

তৃতীয় দফার ভোটে বাংলায় লজ্জার ছবি দেখা গেল বিষ্ণুপুরে। তালিবানি কায়দায় ভোটারকে বুথে যেতে বাধা দিতে দেখা গেল শাসকদলের কর্মীকে। রীতিমতো ধস্তাধস্তি হল রাস্তায়। তারপর মহিলা ভোটারকে চরম হুঁশিয়ারি, ভোট দিতে যাবি না। গেলে দেখতে পারবি কী করব! এমন দৃশ্য একুশ শতকে বাংলায় দেখতে হবে, তা বোধহয় কেউই আশা করেননি। কিন্তু বাস্তবে এমনটাই হল।

Advertisment

একটি ভিডিও ফুটেজ নির্বাচন কমিশনের কাছে জমা পড়েছে। তাতে দেখা যাচ্ছে, রাস্তা দিয়ে বুথের দিকে যাচ্ছিলেন এক মহিলা। তার পথ আটকান একজন যুবক। মহিলাকে বলতে থাকেন, "ভোট দিতে যাবি না।" পাল্টা মহিলা বলেন, "কেন ভোট দিতে যাব না?" জবাব ওই যুবক বলেন, "তোকে বলছি ভোট দিতে যাবি না, তাই যাবি না।" মহিলাও জেদ ধরে বলেন, "কেন গেলে কী করবি?" এর জবাবে যুবক বলেন, "দেখিস কী করি, ভোট শেষ হোক। তোকে বলছি চলে যেতে, তুই চলে যা।"

আরও পড়ুন বাঁশ নিয়ে তাড়া সুজাতা মণ্ডলকে, মাথা ফাটল তৃণমূল প্রার্থীর

শেষে মহিলা দৃঢ়তার সঙ্গে বলেন, "ভোট আমি দিতে যাবই। তোর পার্টি যা পারে করুক।" তারপর রাস্তার মধ্যে মহিলার হাত ধরে টানাটানি করে ওই যুবক। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়ে গিয়েছে। অভিযোগ, স্থানীয় তৃণমূল কর্মী ওই মহিলা ভোটারকে বুথে যেতে বাধা দিচ্ছিলেন। শারীরিক নিগ্রহের অভিযোগে কমিশনে এই ভিডিও ফুটেজ জমা দিয়েছে সিপিএম।

বিষ্ণপুরের ১২৩ নম্বর বুথ এলাকার বাসিন্দারাও অভিযোগ জানিয়েছেন, ভোট দিতে যাওয়ার সময় শখানেক তৃণমূল কর্মী-সমর্থকরা লাঠি-বাঁশ হাতে তাড়া করেন। এই ভিডিও ফুটেজ পেয়েই দ্রুত দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের রিপোর্ট তলব করেছে।

West Bengal Assembly Election 2021 Bishnupur tmc
Advertisment