'আমরা তো ওঁকে মুখ্যমন্ত্রী করতে পারব না। উনি আদৌ যাচ্ছেন কিনা তাও জানি না। গেলেও কেন যাচ্ছেন জানি না।' অর্জুনের দলবদল জল্পনা ইস্যুতে মুখ খুললেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।
অর্জুন কি সত্যিই তৃণমূলে ফিরছেন? এপ্রসঙ্গে দলের সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের সোজাসাপটা জবাব, ''কেন এলেন জানি না, গেলেও কেনই বা যাচ্ছেন তাও বলতে পারব না। অনেকদিন ধরেই জল্পনা চলছে। দেখা যাক কি হয়।'' এরপরেই কটাক্ষের সুরে অর্জুন-ইস্যুতে দিলীপ বলেন, ''আমরা তো ওঁকে মুখ্যমন্ত্রী করে দিতে পারব না। কারণ আমাদের সেই সংখ্যা নেই, নয়ত সেটাও করে দেওয়া হতো। দলের অনেক পুরনো কর্মীও বঞ্চিত হয়েছেন। তবে ওঁদেরও যোগ্য সম্মান দেওয়া হয়েছে।''
সময় যত এগোচ্ছে ফের পদ্ম ছেড়ে অর্জুনের জোড়াফুলে প্রত্যাবর্তন জল্পনাও তীব্র হচ্ছে। আজ-কালের মধ্যেই নাকি ভাটপাড়ার দোর্দন্ডপ্রতাপ এই রাজনীতিবিদ পুরনো দলে ফিরতে চলেছেন। যদিও বিষয়টিতে এখনও অর্জুন নিজে ধোঁয়াশা রাখলেও ইঙ্গিত দিয়েই চলেছেন। অর্জুনের মানভঞ্জনে দলের রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে খোদ বিজেপির শীর্ষ নেতারাও একাধিকবার তৎপরতা নিয়েছেন। এমনকী যাঁর বিরুদ্ধে তোপ দেগে অর্জুনের প্রথম ক্ষোভ সেই কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েল নিজেও তাঁকে দিল্লির বাড়িতে ডেকে নৈশভোজ খাইয়েছেন।
আরও পড়ুন- ‘পরেশ তো ফেঁসে গেছে-পার্থও টেঁসে গেছে’, SSC-কাণ্ডে কটাক্ষের গান সিপিএমের
অর্জুনকে পাট-জট কাটাতে উদ্যোগ নেওয়ার কথা বলেছেন পীযূষ। এরপর দফায়-দফায় জেপি নাড্ডা থেকে শুরু করে বিজেপির শীর্ষ নেতারা অর্জুনের মানভঞ্জনের চেষ্টা চালিয়ে গিয়েছেন। তবে চিঁড়ে তাতেও ভেজেনি বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। অন্তত অর্জুনের হাবে-ভাবেই তা স্পষ্ট হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। পদ্ম ছেড়ে এবার জোড়াফুলে অর্জুনের প্রত্যাবর্তন সময়ের অপেক্ষা বলেই ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের।
অর্জুন সিংয়ের দলবদল জল্পনা নিয়ে মুখ খোলার পাশাপাশি রবিবার এসএসসি দুর্নীতি নিয়েও ফের সরব হয়ছেন মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। নৈতিকতার স্বার্থেই পার্থ চট্টোপাধ্যায়ের এখনই পদত্যাগ করা উচিত বলে মনে করেন দিলীপ ঘোষ।