Advertisment

রাজ্যের বাকি পুরসভা ভোটের গণনা কবে? দিন ঘোষণা কমিশনের

আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮ পুরসভায় ভোট হবে। মনোনয়ন জমা এবং প্রত্যাহার পর্ব শেষ। বেশ কয়েকটি পুরসভায় ভোটের আগেই জয়ী তৃণমূল।

author-image
IE Bangla Web Desk
New Update
Which municipalities in bengal will go to the polls on February 27 2022

রাজ্যে ১০৮ পুরসভায় ভোট গণনার দিন ঘোষণা কমিশনের।

রাজ্যের বাকি সব পুরসভার ভোট গণনা হবে আগামী ২ মার্চ। বুধবার বিজ্ঞপ্তি জারি করে দিনক্ষণ জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

Advertisment

আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮ পুরসভায় ভোট হবে। ইতিমধ্যেই মনোনয়ন জমা এবং প্রত্যাহার পর্ব শেষ। বিরোধী প্রার্থীরা মনোনয়ন জমা না দেওয়ায় বেশ কয়েকটি পুরসভা ভোটের আগেই জিতে গিয়েছে শাসক দল তৃণমূল। অন্যগুলিতে চলছে ভোটর প্রচার। এই পরিস্থিতিতে ভোটগণনার দিন ঘোষণা করল কমিশন।

ভোট ঘোষণার সঙ্গেই ফলপ্রকাশের গিন ঘোষণা করেনি রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দত্ত। জানিয়েছিলেন পরে গণনার দিন জানানো হবে। শেষ পর্যন্ত বুধবার বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন জানিয়ে দেয় আগামী ২ মার্চ হবে ভোটগণনা।

কলকাতা পুরসভায় বড় জয় পেয়েছে তৃণমূল। পরে ভোট হয় শিলিগুড়ি, আসানসোল, চন্দননগর ও বিদাননগরে। এঅই চারটিতেও ভোট বাড়িয়ে জয় হাসিল করেছে জোড়া-ফুল ব্রিগেড। কিন্তু, বিরোধীদের দাবি শাসকেক সন্ত্রাসের জেরেই এই জয় এসেছে। বিধাননগর ও আসানসোল পুরনিগমের ভোটে শাসকের হিংসা, সন্ত্রাসের অভিযোগ তুলে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছে বিজেপি। আগামী ১০৮ পুরসভা ভোটেও অশান্তির আশঙ্কা করছে বিরোধীরা। ওই পুরসভার ভোটে কেন্দ্রীয় বাহিনী রাখা সম্ভব কিনা, সে বিষয়ে রাজ্য সরকারকে প্রশ্ন করে রাজ্য নির্বাচন কমিশন।

আরও পড়ুন- হাত ছাড়ছেন একের পর এক নেতা, সুর চড়ালেন ‘বিক্ষুব্ধ’রা, জল মাপা শুরু

State Election Commission West Bengal CONGRESS CPIM bjp tmc Municipal Election
Advertisment