ঠিক কী বলেছেন অর্জুন সিং?
হায়দরাবাদের এনকাউন্টার প্রসঙ্গে বলতে গিয়ে অর্জুনের মন্তব্য, ‘‘সঠিক তথ্য হাতে নিয়ে হয়তো পুলিশ (হায়দ্রাবাদ পুলিশ) এ কাজ (এনকাউন্টার) করেছে। মানুষের আবেগ ছিল। তবে অনেকে এনকাউন্টার নিয়ে দ্বিমত হতে পারেন’’। এরপরই হায়দরাবাদ পুলিশের সঙ্গে বাংলার পুলিশের তুলনা টেনে অর্জুনের চাঞ্চল্যকর অভিযোগ, ‘‘বাংলাতে পুলিশের উপর ভরসা করেন? তাহলে সমস্ত বিজেপি কর্মীদের ধর্ষণের মামলায় আসামী বানিয়ে গুলি করে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই অ্যাজেন্ডা। আমার কাছে মেসেজ আছে। এক পুলিশ আধিকারিক বলেছেন, এনকাউন্টার থেকে সাবধান! ভয়ের বাতাবরণ তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়’’।
অন্যদিকে, রাজ্য-রাজ্যপালের সংঘাতের প্রসঙ্গ টেনে মমতাকে বিঁধে ব্যারাকপুরের বিজেপি সাংসদ বলেন, ‘‘রাজ্যপালের সঙ্গে কেমন আচরণ করা হচ্ছে! বিধানসভায় ঢুকতে দেওয়া হচ্ছে না। কোথায় বাস করছি আমরা! সংবিধান ভাঙার লোক মমতা বন্দ্যোপাধ্যায়। কে সংবিধান রক্ষা করছেন, আর কে ভাঙছেন, সবাই দেখতে পাচ্ছে’’।