Advertisment

ভোটের ফল ত্রিশঙ্কু হলে কী করবে বামেরা? জবাব দিলেন সীতারাম

এবার ভোটে ত্রিশঙ্কু হতে পারে ফলাফল। নির্ণায়ক শক্তি হিসাবে দেখা যেতে পারে বাম জোটকে। এই পরিস্থিতি তৈরি হলে কী করবে লাল দলগুলো?

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

গেরুয়া ঝড়ে নাকি ভোটে টালমাটাল হবে তৃণমূল সরকার। অলিতে-গলিতে এখন এটাই আলোচনার বিষয়। আবার অনেকেই মনে করছেন পদ্ম গুঁতোয় এবার ভোটের ফল হবে ত্রিশঙ্কু। নির্ণায়ক শক্তি হিসাবে দেখা যাবে বাম জোটকে। এই পরিস্থিতি তৈরি হলে কী করবে বামেরা? বিজেপিকে ঠাকাতে তাদের সমর্থন কী পাবে তৃণমূল? জবাব দিলেন সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।

Advertisment

কী বললেন সীতারাম?

ফলাফল ত্রিশঙ্কু হলে ভোট পরবর্তী সমীকরণের ইঙ্গিত দিয়েছেন সীতারাম ইয়েচুরি। ব্রিগেডের ভরা সভায় এদিন সিপিএম সাধারণ সম্পাদক বলেন, 'দিল্লি থেকে এখানে আসার পথে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন বাংলায় ভোটের ফল ত্রিশঙ্কু হলে আমরা কী করব? সেই সময় বিজেকে বৃহৎ শক্তি বলে গণ্য করে কী বামেরা তৃণমূলকে সমর্থন দিতে পারে? তখন আমি তাঁদের বলেছি আমাদের অবস্থান নিয়ে ভাবতে হবে না। দেখবেন ক্ষমতার জন্য মমতাই বিজেপির কোলে ঝাঁপ দিয়েছে।'

আরও পড়ুন- আব্বাসকে ঘিরে সেলিমের অতি উচ্ছ্বাস, ক্ষুব্ধ অধীর, তাল কাটল ব্রিগেডের

এরপরই তৃণমূলের সঙ্গে অতীতে বিজেপির জোটের প্রসঙ্গ উত্থাপন করেন সিপিএম সাধারণ সম্পাদক। বলেন, 'তৃণমূল তো বিজেপি সরকারের শরিক ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী ছিলেন। একসঙ্গে ভোটে লড়াই করেছেন। ক্ষমতার স্বার্থে এবারও হয়তো তাই করবেন।'

আরও পড়ুন- বাম-কংগ্রেসের ব্রিগেডে ম্যান অফ দ্য ম্যাচ ‘ভাইজান’ আব্বাস

ব্রিগেডের মঞ্চে একই সঙ্গে বিজেপি-তৃণমূলকে তুলোধনা করেন সীতারাম ইয়েচুরি। বলেন, 'করোনার নামে ব্যক্তিগত তহবিল খুলেছেন প্রধানমন্ত্রী। আর এখানে সারদা-নারদা। এরা একই মুদ্রার এপিঠ-ওপিঠ'। একই সঙ্গে 'লুঠপাট' ও 'জাতাপাতে'র সরকার কে উৎখাতের ডাক দেন সিপিএম সাধারণ সম্পাদক।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

CPIM west bengal politics West Bengal Polls 2021 West Bengal Election 2021 West Bengal Assembly Election 2021
Advertisment