Advertisment

ক্ষমতায় এলে কী কাজ করবে বাম জোট? স্বপ্ন দেখালেন সেলিম

ব্রিগেডের স্লগ ওভারে টি-২০ ঢঙে বক্তব্য পেশ করলেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম। ঝাঁঝাঁলো ভাষণে আক্রমণ শানালেন তৃণমূল-বিজেপিকে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ব্রিগেডের স্লগ ওভারে টি-২০ ঢঙে বক্তব্য পেশ করলেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম। ঝাঁঝাঁলো ভাষণে আক্রমণ শানালেন তৃণমূল-বিজেপিকে। আব্বাস সিদ্দিকির পর ময়দান যখন ফাঁকা হওয়ার উপক্রম তখন বাম-কংগ্রেস কর্মী-সমর্থকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন সেলিম। জোট ক্ষমতায় এলে আগ্রাধিকারের ভিত্তিতে কোন কোন কাজ করে সোচ্চারে তার প্রতিশ্রুতি দিলেন।

Advertisment

কী বললেন মহঃ সেলিম?

ভাষণের শুরুতেই ব্রিগেডের ভিড়কে কুর্নিশ জানান এই বাম নেতা। বলেন, 'বসন্ত এসে গেছে। পলাশ-শিমুল ফুটছে। লালফুল ফোটা আর কেউ আটকাতে পারবে না। একই সঙ্গে জোটের বার্তা দেন তিনি। মহঃ সেলিমের কথায়, 'বসন্ত মানে শুধু পলাশ, শিমুল নয়, সঙ্গে ফোটে কৃষ্ণচূড়া-রাধাচূড়াও। তাইতো আজ ব্রিগেডে এসেছেন আইএসএফ-কংগ্রেসও।'

এরপরই দুই ফুল শিবিরের বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ান সেলিম। মোদী-মমতাকে উৎখাতের ডাক দেন। বলেন, 'দিদি-মোদীর খেলা এক দশক ধরে দেখেছি, এবার ওদের মাঠ থেকে নকআউট করতে হবে।'

আরও পড়ুন- ভোটের ফল ত্রিশঙ্কু হলে কী করবে বামেরা? জবাব দিলেন সীতারাম

সাম্প্রদায়িক ও সরকারি সংস্থা বিগগ্নিকরণের বিরুদ্ধে মুখ খোলেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য। তাঁর কথায়, 'একদিকে দল বদলের লড়াই, অন্যদিকে দিন বদলের লড়াই। আমরা শিল্প গড়ার পক্ষে, ওরা শিল্প বেচে দেওয়ার জন্য উদগ্রীব। আমরা মানুষকে জুড়ি, আর ওরা আদিবাসী, মতুয়া সবার মধ্যে ভাগ করতে চায়।'

আরও পড়ুন- ভাইজানের হাতেই জোটের স্টিয়ারিং! অঙ্ক কষতে হবে মমতাকেও

সম্প্রতি মা রান্নাঘরের সূচনা করেছে রাজ্য সরকার। ৫ টাকায় মিলছে ডিম-ভাত। যার প্রতিবাদ করেন মহঃ সেলিম। বলেন, 'মানুষ যখন অনাহারে ছিলেন তখন আমরা বলেছিলাম মানুষকে খাদ্য দাও, এখন ভোটের আগে করছে, এটাই চালাকি। কৃষকের কথা ৩ মাস ধরে শোনেন না। যাঁরা লোহার ট্রেন ঠিক করে চালাতে পারে না, তাঁরা নাকি সোনার বাংলা গড়বে?'

আরও পড়ুন- বাম-কংগ্রেসের ব্রিগেডে ম্যান অফ দ্য ম্যাচ ‘ভাইজান’ আব্বাস

পরে বলেন, 'আমরা সরকারে এলে চিটফান্ডের সম্মত্তি নিলাম হবে। শান্তিনিকেতন বেচে প্রতারিতদের অর্থ ফেরৎ দেওয়া হবে। এসএসসিতে নিয়োগ দুর্নীতি হবে না। উর্দির সম্মান পুলিশকে রক্ষা করতে হবে। বুথ থেকে ভূত তাড়ানো হবে।'

নিজের বক্তব্যের শেষলগ্নে পৌঁছে সিপিএম নেতা মহঃ সেলিম তৃণমূ-বিজেপিকে কিছুটা কটাক্ষের সুরে বলেছেন, 'যত রোদ বাড়ছে তৃণমূল আইসক্রিমের মতো গলছে। এরপর আরও তাপ বাড়বে, তৃণমূল জল হবে আর বিজেপি বাষ্প হয়ে উড়ে যাবে।'

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

West Bengal Polls 2021 CPIM West Bengal Election 2021 West Bengal Assembly Election 2021
Advertisment