Advertisment

বিজেপি নেতারা যেখানে খুশি যাচ্ছেন, আমি কোথাও যেতে চাইলেই বাধা দেয়: মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন্ন রোম সফরে অনুমতি দেয়নি বিদেশমন্ত্রক। ভবানীপুরের প্রচার সভা থেকে কেন্দ্রকে তুলোধনা তৃণমূল সুপ্রিমোর।

author-image
IE Bangla Web Desk
New Update
Whenever I wants to go foreign, centre always denied permission, says Mamata Banerjee

ভবানীপুরের প্রচার সভা থেকে কেন্দ্রকে তুলোধনা তৃণমূলনেত্রীর।

'বিজেপির নেতারা যে যেখানে খুশি যেতে পারেন, আমি কোথাও যেতে চাইলেই বাধা দেয়', শনিবার ভবানীপুরে প্রচার সভায় এভাবেই কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার তৃণমূল সুপ্রিমো। এদিনই তাঁর আসন্ন রোম সফর বাতিল করেছে বিদেশ মন্ত্রক। সেই ইস্যুতেই কেন্দ্রকে নিশানা তৃণমূলনেত্রীর। ভবানীপুরের কলিনে লেনের প্রচার সভা থেকে তুলোধনা করলেন মোদী সরকারকে। একইসঙ্গে কোভ্যাক্সিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন না থাকলেও বিশেষ অনুমতি নিয়ে মোদীর আমেরিকা সফর নিয়েও কটাক্ষ করেছেন তৃণমূলনেত্রী।

Advertisment

জমে উঠেছে ভবানীপুরের প্রচার। ভবানীপুরে প্রচারে ঝড় তুলেছে তৃণমূল। সকালে দলনেত্রীর হয়ে প্রচার সারছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস-সহ দলের অন্য নেতারা। বিকেলে একের পর এক সভায় বিরোধীদের তুলোধনা করছেন তৃণমূল সুপ্রিমো। শনিবার বিকেলে ভবানীপুরের কলিন লেনে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনই তাঁর আসন্ন রোম সফর বাতিল করেছে বিদেশমন্ত্রক। বিজেপির বিরুদ্ধে অলআউট আক্রমণে এদিন বিদেশ মন্ত্রকের এই পদক্ষেপেরই কড়া সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রোমে আগমী ৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিশ্ব শান্তি সম্মেলন। সেই অনুষ্ঠানেই আমন্ত্রণ জানানো হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে মুখ্যমন্ত্রীর ওই অনুষ্ঠানে যাওয়া ঠিক নয় বলে জানিয়ে এদিনই নবান্নে চিঠি পাঠিয়েছে বিদেশমন্ত্রক। সেই ইস্যুতে কেন্দ্রের শাসকদল বিজেপিকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, 'বিশ্ব শান্তি নিয়ে রোমে অনুষ্ঠান রয়েছে। ইতালি সরকার বিশেষ অনুমতি দিয়েছিল। সেই অনুষ্ঠানে যেতে দেওয়া হচ্ছে না। অনুষ্ঠানে মিশরের ইমাম, জার্মান চ্যান্সেলর, পোপ, ইতালির প্রধানমন্ত্রী থাকবেন। কেন্দ্রীয় সরকার আমায় যাওয়ার অনুমতি দিল না।'

হিংসা থেকেই কেন্দ্রের এই আচরণ বলে তোপ দেগে তৃণমূলনেত্রী এদিন আরও বলেন, 'আমি বিদেশ যাচ্ছি মানে ঘুরতে যাচ্ছি না। দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছিলাম। আমি কোথাও যেতে চাইলেই বাধা দেয়। চিঠিতে বলেছে মুখ্যমন্ত্রীর যাওয়া ঠিক নয়। হিংসা থেকেই কেন্দ্রের এই কাজ।' তাঁর সফরে অনুমতি বাতিল হলেও বিজেপির নেতারা যে যেখানে খুশি যাচ্ছেন বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও এদিনের প্রচার সভা থেকে নিশানা করেছেন তৃণমূলনেত্রী। তিনি বলেন, 'বিজেপি নেতারা যেখানে খুশি যেতে পারেন। কোভ্যাক্সিনে এখনও অনুমোদন দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অথচ বিশেষ অনুমতি নিয়ে প্রধানমন্ত্রী আমেরিকায় চলে গেলেন।'

আরও পড়ুন- রাজ্য বিজেপি সভাপতিকে ‘Z’ নিরাপত্তা, সুরক্ষায় CISF জওয়ান

ভোটের প্রচারের মঞ্চ থেকে এদিন ফের মমতার রোষের মুখে জাতীয় মানবাধিকার কমিশন। অসমে জবরদখলকারীদের উচ্ছেদ অভিযানের 'ভয়াবহ' ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। মাটিতে পড়ে থাকা এক ব্যক্তির বুকের উপর পা তুলে দিতে দেখা গিয়েছে এক চিত্রগ্রাহককে। সেই ঘটনার রেশ টেনে এদিন কেন্দ্রের শাসকদলকে নিশানা করেছেন তৃণমূল সুপ্রিমো। একইসঙ্গে বিজেপিশাসিত উত্তরপ্রদেশ, ত্রিপুরায় গণতান্ত্রিক ব্যবস্থা বিপদের মুখে দাঁড়িয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এপ্রসঙ্গে গেরুয়া শিবিরকে বিঁধে তৃণমূলনেত্রী বলেন, ''অসমে মৃতদেহের উপর নাচছে। নৃশংস কার্যকলাপ দেখতে পেল না জাতী মানবাধিকার কমিশন? কোথায় গেল মানবাধিকার কমিশন? বাংলায় কিছু না হলেও জাতীয় মানবাধিকার কমিশন পাঠিয়ে দেওয়া হয়।' সম্প্রতি ত্রিপুরায় বারবার তৃণমূল নেতা-কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। দিন কয়েক আগেই পড়শি রাজ্যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিলে অনুমতি দেয়নি বিজেপি নেতৃত্বাধীন সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ভয় পেয়েই তৃণমূলকে আটকানোর চেষ্টা করছে বিজেপি। তিনি বলেন, 'ত্রিপুরায় কাউকে ঢুকতে দিচ্ছে না। তোমাদের ভাগ্য ভালো, তোমাদের সবাইকে ঢুকতে দিই।'

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর রোম সফরে অনুমোদন দিল না বিদেশমন্ত্রক

আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন। তার আগে জমজমাট দক্ষিণ কলকাতার এই কেন্দ্র। প্রচারে ঝড় তুলছে রাজ্যের শাসকদল। ভবানীপুরে এদিন পরপর দুটি সভা করেছেন তৃণমূলনেত্রী। প্রথম সভা ছিল কলিন লেনে। পরের সভা শেক্সপিয়র সরণিতে। দুটি এলাকাতেই অবাঙালিদের বাস রয়েছে। সেই কারণেই তৃণমূলনেত্রী বাংলার পাশাপাশি এদিন অধিকাংশ সময়েই হিন্দিতে ভাষণ দিয়েছেন। উল্টোদিকে, ভবানীপুরে প্রচারে পিছিয়ে নেই বিজেপিও। এদিন সকালেই দলীয় প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের সমর্থনে প্রচার সেরে গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। বিকেলে প্রিয়াঙ্কার সমর্থনে সভা করেছেন শুভেন্দু অধিকারী।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bypoll Bhawanipur bjp tmc Mamata Banerjee
Advertisment