এয়ারটেল ওয়াইফাই কলিং, এমন এক উন্নত প্রযুক্তি যার সাহায্যে কোনোরকম খরচ ছাড়াই যতক্ষণ খুশি ফোনে গল্প করতে পারবেন আপনি। এয়ারটেল গ্রাহকদের ফোর-জি, VoLTE, LTE900 এর মত গতিশীল নেটওয়ার্কের পরিষেবা দিয়েছে। সম্প্রতি ফাইভ জির ট্রায়াল রান চালাচ্ছে সংস্থা। এরই মধ্য়ে গ্রাহকদের উন্নত ফিচার ও টেকনোলজি মারফত সুবিধা দিতে তারা নিয়ে এসেছে এয়ারটেল ওয়াইফাই কলিং।
গত বছরের ডিসেম্বর মাসে এয়ারটেল ওয়াই-ফাই কলিং চালু করে। এই পরিষেবা ওয়াইফাই কনেকশন মারফত আপনি পাবেন। যাতে কল ড্রপের কোনো সম্ভাবনা থাকবে না। এয়ারটেল প্রথম নেটওয়ার্ক যারা এই নতুন প্রযুক্তি ভারতে লঞ্চ করেছে। দু মাসের মধ্যেই এয়ারটেল ওয়াইফাই কলিং-এ সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৩০ লক্ষ ছুঁয়েছে। বছরের শেষে সেই সংখ্যা ১০ লক্ষে নিয়ে যেতে চায় এয়ারটেল।
আরও পড়ুন: ১০০ এসএমএসের পর আর খরচ লাগবে না! নয়া সিদ্ধান্তের ভাবনায় ট্রাই
কীভাবে কাজ করবে ওয়াইফাই কলিং?
Wi-Fi Calling ব্যবহার করতে, প্রথমে wifi-calling অন করুন। যদি এয়ারটেলের প্রকাশ করা তালিকাভুক্ত থাকে তবে আপনার ডিভাইসের অপারেটিং সফ্টওয়্যারের (ওএস) সর্বশেষতম আপগ্রেডের পর ওয়াই ফাই কলিং ব্যবহার করতে পারবেন।
ব্যবহার করুন এয়ারটেল ওয়াইফাই পরিষেবা
কোন কোন ফোনে Airtel Wi-Fi calling -র সুবিধা পাবেন?
Xiaomi: Redmi K20, Redmi K20 Pro, POCO F1, Redmi 7A, Redmi 7, Redmi Note 7 Pro এবং Redmi Y3
Samsung: Galaxy J6, Galaxy A10s, Galaxy On6, Galaxy M30s, Galaxy S10, Galaxy S10+, Galaxy S10e, Galaxy M20, Galaxy Note 10, Galaxy Note 9, Galaxy Note 10+, Galaxy M30, Galaxy A30s, এবং Galaxy A50S
OnePlus: OnePlus 7, OnePlus 7T, OnePlus 7Pro, OnePlus 7T Pro, OnePlus 6, and OnePlus 6T
Apple iPhone 6s ও তার ওপরের সব মডেল (সবকটি মডেলের সমস্ত ভেরিয়েশন সমেত)
Vivo: V15 Pro, Y17
Tecno: Phantom 9, Spark Go Plus, Spark Go, Spark Air, Spark 4 (KC2), Spark 4-KC2J, Camon Ace 2, Camon Ace 2X, Camon12 Air, এবং Spark Power
Spice: Spice F311 এবং Spice M5353
Itel A46