১০ জনের হয়েও দুরন্ত লড়াই ইন্ডিয়ার! চ্যাম্পিয়ন কাতারের বিরুদ্ধে হার ১ গোলে

মনবীর সিংকে দেখা গিয়েছে বেশ কয়েকবার কাউন্টার এটাকে কাতারের অর্ধে উঠে যেতে। কোভিড কাটিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন করেছিলেন সুনীল ছেত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভারত: ০ কাতার: ১ (আবদেল আজিজ)

Advertisment

১০ জনে হয়েও দুরন্ত লড়াই উপহার দিল ভারত। এশীয় চ্যাম্পিয়ন কাতারের বিরুদ্ধে ওয়ার্ল্ড কাপের কোয়ালিফাইং ম্যাচে খেলতে নেমে ভারত ০-১ গোলে হারলেও প্রশংসা আদায় করে নিল ফুটবল মহলের। বৃহস্পতিবার দোহার ম্যাচ অবশ্য আগাগোড়া দাপট দেখিয়ে গেল কাতার। ম্যাচের ৩৩ মিনিটেই একমাত্র গোল করে যান আবদেল আজিজ।

২০১৯-এর সেপ্টেম্বরে ভারত দোহাতেই প্রথম পর্বের ম্যাচে গোলশূন্য ড্র করে গিয়েছিল।এদিন ম্যাচের শুরু থেকেই কাতারের ফুটবলাররা আক্রমণ শুরু করে। শুরু থেকেই সাত-আট জন সারাক্ষণ ভারতীয় অর্ধে কর্তৃত্ব নিয়ে খেলা চালিয়ে যায়। অধিকাংশ সময়ই ভারতকে দেখা গেল কাতারের আক্রমণ প্রতিহত করতে।

আরো পড়ুন: IPL-এ না খেললে কামিন্সদের চরম শাস্তির নিদান বোর্ডের! কড়া হচ্ছে ফ্র্যাঞ্চাইজিরাও

Advertisment

একের এক এক কাতারের আক্রমণ ঢেউয়ে দিশেহারা হয়ে পড়ছিল ভারতীয় রক্ষণ। ভারত যে মাত্র ১ গোলের ব্যবধানে হারল, এর অনেকটাই কৃতিত্ব গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুর। একের পর এক গোলমুখী শট বাঁচান তিনি।

তবে ঘটনা হল, ভারত শুরু থেকেই ১০ জন হয়ে গিয়েছিল। ১৭ মিনিটেই ডিফেন্ডার রাহুল ভেকে দ্বিতীয় হলুদ কার্ড দেখে বাইরে বেরিয়ে যান। নয় মিনিটেট মাথায় প্রথম হলুদ কার্ড দেখেছিলেন ভেকে। লাল কার্ড দেখে তারকা বেরিয়ে যাওয়ার পরে ৭৩ মিনিট ১০ জনে খেলতে বাধ্য হয় ইন্ডিয়া।

ভারত সারাক্ষণ ডিফেন্ড করে গেলেও প্রতি আক্রমণেও একাধিকবার প্রতিপক্ষ অর্ধে উঠেছে। মনবীর সিংকে দেখা গিয়েছে বেশ কয়েকবার কাউন্টার এটাকে কাতারের অর্ধে উঠে যেতে। কোভিড কাটিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন করেছিলেন সুনীল ছেত্রী। দ্বিতীয়ার্ধের শুরুতেই সুনীলকে তুলে কোচ স্টিম্যাচ উদন্ত সিংকে নামিয়ে দেন।

গ্রুপে একটাও জয় পায়নি ভারত। ছয় ম্যাচে তিন পয়েন্ট নিয়ে ভারত আপাতত গ্রুপ-ই র চতুর্থ স্থানে। একটাও ম্যাচ না হারা কাতার যথারীতি গ্রুপের শীর্ষে। গ্রুপের তৃতীয় স্থানে রয়েছে আফগানিস্তান (৫ পয়েন্ট)। যাঁরা বৃহস্পতিবারই ১-১ গোলে ড্র করল বাংলাদেশের সঙ্গে। জুনের ৭ তারিখে ভারত পরের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশের।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Sunil Chhetri indian football team Indian Football