Advertisment

IPL 2025 Auction: ১৩ বছরেই এবার IPL নিলামে! ইতিহাস গড়ে নিজের বেস প্রাইসে চমকে দিল বালক

IPL 2025 Auction: সর্বকনিষ্ঠ হিসাবে আইপিএলের নিলামে উঠছে এই ভারতীয় বালক, বয়স মাত্র ১৩ বছর। বৈভব সূর্যবংশীকে নিয়ে নিলামের আগেই রীতিমতো তোলপাড়।

author-image
IE Bangla Sports Desk
New Update
Vaibhav Suryavanshi, বৈভব সূর্যবংশী

Vaibhav Suryavanshi: ১৩ বছর বয়সি ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। (ছবি- টুইটার)

IPL Auction: তিন বছর পর এমাসের শেষের দিকেই ফের বসতে চলেছে আইপিএলের মেগা নিলামের আসর। আর, সেখানে অংশ নেবে, এমন আলোড়ন ফেলা ক্রিকেটারদের তালিকায় ঢুকে পড়লেন বৈভব সূর্যবংশী। কারণ, এই ক্রিকেটারের বয়স মাত্র ১৩ বছর। মেগা নিলামের সবচেয়ে কমবয়সি ক্রিকেটার বৈভব। ভারতের অনূর্ধ্ব-১৯ দলে থাকা বিহারের এই ক্রিকেটারের বেস প্রাইস ৩০ লক্ষ টাকা। 

Advertisment

আইপিএলের মেগা নিলামের আসর এবার বসবে জেড্ডায়, ২৪ এবং ২৫ নভেম্বর। ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, আরশদীপ সিংয়ের মত খেলোয়াড়রা কত দামে কোন ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। মোট ৫৭৪ জন খেলোয়াড় নিলামের তালিকায় আছেন। তাঁদের বেস প্রাইসও ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে। নিলামের তালিকাভুক্ত সেই খেলোয়াড়দের মধ্যেই রয়েছে বৈভব সূর্যবংশীর নামও। 

নিলামের তালিকায় নাম দিতে চেয়ে আবেদন করেছিলেন বিভিন্নস্তরের ১,৫৭৪ জন খেলোয়াড়। শুক্রবার বিসিসিআই সেই তালিকা কমিয়ে ৫৭৪ করেছে। যার মধ্যে ৩৬৬ জন ভারতীয়। আর, ২০৮ বিদেশি। ভারতীয় জাতীয় দলের খেলোয়াড়রা সেরা বেস প্রাইসের তালিকায় আছেন। সেই তালিকায় আছেন ৮১ জন খেলোয়াড়। তার মধ্যে ১.৫ কোটি টাকার বিভাগে রয়েছেন ২৭ জন। ১.২৫ কোটি টাকার বিভাগে আছেন ১৮ জন। ২৩ জন রয়েছেন ১ কোটি টাকা বিভাগে।

ইংল্যান্ডের জস বাটলার ও তাঁর দেশেরই হ্যারি ব্রুক ও জনি বেয়ারস্টো আছেন ২ কোটি টাকার বেস প্রাইসে। অবসরপ্রাপ্ত জেমস অ্যান্ডারসন আছেন ১.২৫ কোটি টাকার বেস প্রাইসে। বিদেশি সেরা খেলোয়াড়দের তালিকায় আছেন কাগিসো রাবাদা, দক্ষিণ আফ্রিকার অ্যানরিচ নর্টজে, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। নিউজিল্যান্ডের মার্কো জানসেন ও রচিন রবীন্দ্রের বেস প্রাইস ১.২৫ কোটি টাকা।

আরও পড়ুন- সঞ্জু-তিলকের ছক্কার আগুনে সেঞ্চুরির বিশ্বরেকর্ড! দক্ষিণ আফ্রিকাকে বাংলাদেশ বানিয়ে সিরিজে কচুকাটা ভারতের

তালিকায় আছেন ভারতীয় জাতীয় দলে খেলা ৪৮ জন খেলোয়াড়। আর বিদেশের বিভিন্ন দেশের হয়ে খেলা ১৯৩ জন খেলোয়াড়। ভারতের প্রাক্তন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক উন্মুক্ত চাঁদ, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গিয়েছেন, তিনি সহযোগী দেশের সদস্য হওয়ায় তালিকা থেকে বাদ পড়েছেন। আর, টি২০ বিশ্বকাপে দাগ কাটা পেসার সৌরভ নেত্রাভালকরকেও তালিকাভুক্ত করা হয়নি। তালিকায় জায়গা পাননি এমআই এমিরেটসের হয়ে খেলা ইতালির থমাস ড্রাকাও। 

IPL Cricket News ipl auction Mega Auction Vaibhav Suryavanshi Base Price
Advertisment