Durand Cup 2025 Schedule: ঘোষণা হয়ে গেল ১৩৪তম ডুরান্ড কাপের (Durand Cup) সূচি। এশিয়ার সবচেয়ে প্রাচীন ফুটবল টুর্নামেন্টের সূচি সোমবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল ডুরান্ড কাপ কমিটি (Durand Cup 2025)। এবার বাংলা থেকে মোহনবাগান (Mohun Bagan), ইস্টবেঙ্গল (East Bengal), মহামেডান স্পোর্টিং (Mohameddan Sporting Club) ছাড়াও খেলবে ডায়মন্ড হারবার এফসি। আগামী ২৩ জুলাই প্রথম ম্যাচ ডুরান্ডের। প্রথম ম্যাচেই খেলবে ইস্টবেঙ্গল (East Bengal FC)। তাদের প্রতিপক্ষ সাউথ ইউনাইটেড এফসি।
এবার ডুরান্ড কাপে ২৪টি দল অংশ নিচ্ছে। ছটি গ্রুপে ভাগ করা হয়েছে ২৪টি দলকে। গ্রুপ এ-তে রয়েছে ইস্টবেঙ্গল। তাদের সঙ্গে রয়েছে সাউথ ইউনাইটেড এফসি, নামধারী, ইন্ডিয়ান এয়ারফোর্স। গ্রুপ বি-তে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। সবুজ-মেরুনের সঙ্গে একই গ্রুপে রয়েছে মহামেডান এবং ডায়মন্ড হারবার। আর রয়েছে বিএসএফ। এই দুই গ্রুপের সব ম্যাচ হবে সল্টলেকের যুবভারতী এবং কিশোরভারতী স্টেডিয়ামে।
আরও পড়ুন ডুরান্ড জিতলেই উপচে পড়বে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কত টাকা পাবে বিজয়ী দল?
গতবারের চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড নামছে আগামী ২ আগস্ট। গত বছর মোট ১২টি দল খেলেছিল ডুরান্ড কাপ। এবার তার দ্বিগুণ দল খেলবে। কিছুদিন আগেও ডুরান্ড কাপ নিয়ে ঘোর অনিশ্চয়তা দেখা দিয়েছিল। ৬টি আইএসএল দল ডুরান্ড কাপ খেলবে না জানিয়ে দেয়। মোহনবাগানও প্রথমে না খেলার পক্ষে ছিল। পরে মত পরিবর্তন করে খেলতে রাজি হয়েছে। এবারের ডুরান্ডে ৬টি আইএসএল দল খেলছে- মোহনবাগান, ইস্টবেঙ্গল, নর্থইস্ট ইউনাইটেড, পাঞ্জাব এফসি, জামশেদপুর এফসি এবং মহামেডান স্পোর্টি ক্লাব।
আই লিগের টিম হিসাবে খেলবে ডায়মন্ড হারবার এফসি, শিলং লাজং এবং নামধারী এফসি। মোহনবাগানের ডুরান্ড অভিযান শুরু হচ্ছে ৩১ জুলাই। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ মহামেডান স্পোর্টি। এর পর ৪ আগস্ট বিএসএফের সঙ্গে ম্যাচ সবু-মেরুন শিবিরের। ৯ আগস্ট গ্রুপের শেষ ম্যাচ ডায়মন্ড হারবারের সঙ্গে।
আরও পড়ুন ২ গোলে এগিয়েও যুবভারতীতে স্বপ্নভঙ্গ মোহনবাগানের, ইতিহাস গড়ে ডুরান্ড জয় নর্থইস্টের
ইস্টবেঙ্গলের দ্বিতীয় ম্যাচ ৬ আগস্ট নামধারীর সঙ্গে। ১০ আগস্ট লাল-হলুদের প্রতিপক্ষ ইন্ডিয়ান এয়ারফোর্স। গ্রুপ পর্বের পর কোয়ার্টার ফাইনালে খেলবে ৮টি দল। কোয়ার্টার ফাইনাল হবে ১৬ এবং ১৭ আগস্ট। সেমিফাইনাল ১৯ এবং ২০ আগস্ট। ফাইনাল ২৩ আগস্ট।