Joginder Sharma on Team India head coach Gautam Gambhir: সময়ের আগেই ভারতীয় দলের প্রধান কোচের পদ থেকে বিদায় নেবেন গৌতম গম্ভীর। এবার এমনটাই ভবিষ্যদ্বাণী করলেন টি২০ বিশ্বকাপের নায়ক। তাঁর কথায়, 'ওহ্, টিক নেহি পায়েগা।' আর, সেই হিরো হলেন যোগীন্দর শর্মা। প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার জানিয়েছেন, ড্রেসিংরুমেও গম্ভীর নিজের মতকে প্রাধান্য দেন। তিনি নিজের মতে চলেন। নামী খেলোয়াড়দেরও বিশেষ গুরুত্ব দেন না। এই সব বললেও শর্মা অবশ্য গম্ভীরের প্রশংসাই করেছেন। তিনি বলেছেন, গম্ভীর আর যাই করুক, ও কিন্তু শুধু নিজের কাজটা নিয়েই থাকে।
ভারতীয় দলের কোচ হিসেবে গম্ভীরের সফরটা শুরু হয়েছে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে। টি২০ বিশ্বকাপ জয়ের পর তাঁকে টিম ইন্ডিয়ার কোচ নিযুক্ত করা হয়েছে। তাঁর মেন্টরশিপে ২০২৪ সালে কেকেআর আইপিএল জয় করার পরই গম্ভীরকে ভারতীয় দলের কোচ করার চিন্তাভাবনা শুরু হয়েছিল। তাঁর সঙ্গে বিসিসিআই পাঁচ বছরের চুক্তি করেছে। সেই চুক্তি অনুযায়ী, গম্ভীর পাঁচটি আইসিসি টুর্নামেন্টে ভারতীয় দলকে কোচিং করাবেন।
গম্ভীর জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর ইতিমধ্যেই সাফল্য পেয়েছেন। তাঁর কোচিংয়ে টিম ইন্ডিয়া শ্রীলঙ্কায় টি২০ সিরিজ জিতেছে। তবে, ২০০৭ টি২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য যোগীন্দর সিং এতকিছুর পরও মনে করেন যে গম্ভীর ভারতীয় দলের কোচ হিসেবে বেশিদিন টিকবেন না। ২০০৭ টি২০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ফাইনাল ওভারে ঐতিহাসিক বোলিং করেছিলেন যোগীন্দর। তিনি বলেছেন, 'গৌতম গম্ভীর দলকে ভালো করেই সামলাতে পারেন। কিন্তু, আমার মনে হয় যে ভারতীয় দলের কোচ হিসেবে দীর্ঘদিন থাকতে পারবেন না।'
এক পডকাস্টে যোগীন্দর বলেছেন, গম্ভীর কোচ হিসেবে খুব সাহসী। নিজের মত চলতে চায়। কিন্তু, দলে বেশ কিছু বড় খেলোয়াড় আছেন। তাঁদের সঙ্গে ড্রেসিংরুমে গম্ভীরের মতান্তর হতেই পারে। আর, সেই কারণেই গম্ভীর ভারতীয় দলের কোচ হিসেবে বেশিদিন টিকবেন না বলেই মনে করছেন যোগীন্দর। তবে যে বড় খেলোয়াড়ের কথা তিনি বলছেন, সেই বড় খেলোয়াড় বিরাট কোহলি নন, একথাও জানিয়ে দিয়েছেন যোগীন্দর।
আরও পড়ুন- ৩ রেফারি, ১১ ইংরেজ মিলেও ১০ জনের ভারতকে থামাতে ব্যর্থ! অলিম্পিকে ঐতিহাসিক জয়ে সেমিতে টিম ইন্ডিয়া
এই ব্যাপারে যোগীন্দর বলেছেন, 'গম্ভীর নিজের সিদ্ধান্ত নিজে নেয়। হতে পারে যে কিছু খেলোয়াড়ের সঙ্গে তাতে মতানৈক্য তৈরি হল। আমি বিরাট কোহলির কথা বলছি না। এটা অনেকবারই হয়েছে যে গম্ভীরের সিদ্ধান্ত অনেকেই অপছন্দ করেছেন।' এই কথা বলার পাশাপাশি অবশ্য গম্ভীরের বেজায় প্রশংসাও করেছেন যোগীন্দর। গম্ভীরের প্রশংসা করে যোগীন্দর বলেছেন, 'গম্ভীর বেশ সোজাসাপটা কথা বলে। ও কারও কাছে গিয়ে কোনও নালিশ করে না। ও সেরকম ছেলেই না। ও নিজের কাজটা করে। মন দিয়ে কাজ করে। সততার সঙ্গে কাজ করে। আর, এই জন্যই আমরা ওঁর প্রশংসা করি।'