Advertisment

FIFA WORLD CUP 2018: দেখে নিন মেসি-রোনাল্ডোদের পুরো টিম

আর এক মাসও বাকি নেই। তারপরেই বিশ্বকাপের বল গড়াবে রাশিয়ায়। শুরু হয়ে গিয়েছে সম্ভাব্য ও চূড়ান্ত দল বেছে নেওয়ার প্রক্রিয়া। লিওনেল মেসির আর্জন্তিনা ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল কোমর বাঁধছে রাশিয়ায় মহারণের জন্য। জর্জ সামপাওলির কোচিংয়ে মেসিরা ঝাঁপাবেন বিশ্বকাপের জন্য।

author-image
IE Bangla Web Desk
New Update
রোনাল্ডো-মেসিদের খেলায় তেরঙ্গা ওড়ালেন চন্ডিগড়ের দুই ফুটবল ভক্ত

FIFA WORLD CUP 2018: মেসি-রোনাল্ডো

আর এক মাসও বাকি নেই। তারপরেই বিশ্বকাপের বল গড়াবে রাশিয়ায়। শুরু হয়ে গিয়েছে সম্ভাব্য ও চূড়ান্ত দল বেছে নেওয়ার প্রক্রিয়া। লিওনেল মেসির আর্জেন্তিনা ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল কোমর বাঁধছে রাশিয়ায় মহারণের জন্য। জর্জ সামপাওলির কোচিংয়ে মেসিরা ঝাঁপাবেন বিশ্বকাপের জন্য।

Advertisment

অন্যদিকে দেশকে ইউরো কাপ দেওয়া ফার্নান্দো স্যান্টোসের কোচিংয়ে রাশিয়ায় নামবেন সিআর সেভেনরা। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার মেসি ও রোনাল্ডো। ক্লাবের জার্সিতে সাফল্যের শৃঙ্গ আরোহণ করেছেন তাঁরা। কিন্তু এই দুই মহারথীর কেউই বিশ্বকাপ ছুঁয়ে দেখেননি। সম্ভবত এই দুই খেলোয়াড়ই জীবনের শেষ বিশ্বকাপে নামতে চলেছেন। আসুন দেখে নেওয়া যাক কেমন হল আর্জেন্তিনা-পর্তুগালের সম্ভাব্য দল।

আরও পড়ুন, মেসির হ্যাটট্রিকে লা লিগা বার্সেলোনার, রিয়ালকে খোঁচা আর্জেন্তাইন রাজপুত্রের

আর্জেন্তিনা পুরো দল

গোলকিপার: সের্ডিও রোমেরো (ম্যাঞ্চেস্টার ইউনাইটেড), নাহুয়েল গাজম্যান ( টাইগ্রেস ইউএএনএল), উইলি কাবালেরো (চেলসি), ফ্র্যাঙ্কো আর্মানি (রিভার প্লেট)

ডিভেন্ডার: জ্যাভিয়ার মাসচেরানো ( হেবেই চায়না ফরচুন), ফেডেরিকো ফাজিও (রোমা), নিকোলাস ওটামেন্ডি (ম্যাঞ্চেস্টার সিটি), গ্য়াব্রিয়েল মারসাডো (সেভিয়া), জার্মান পেজেলা (ফিওরেন্তিনা), এডুয়ার্ডো সালভিও (বেনফিকা) মার্কোস রোজো ( ম্যাঞ্চেস্টার ইউনাইটেড), রামিরো ফিউনস মোরি (এভার্টন), নিকোলাস ট্যাগলিয়াফিকো (আজাক্স) মার্কোস আকুনা (স্পোর্টিং সিপি), ক্রিশ্চিয়ান আনসালদি (তোরিনো)

মিডফিল্ডার: এভার বানেগা (সেভিয়া), লুকাস বিগলিয়া (এসি মিলান), লিয়ানদ্রো পারডেস (জেনিথ সেন্ট পিটার্সবার্গ), অ্যানহেল ডি মারিয়া (প্যারিস সাঁ জাঁ), ম্যানুয়েল লানজিনি (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড), রিকার্ডো সেঞ্চুরিয়ন (রেসিং ক্লাব), ম্যাক্সিমিলিয়ানো মেজা (ইনডিপেনডিয়েন্টে), গুইদো পিজারো (সেভিয়া), এনজো পেরেজ (রিভারপ্লেট), জিওভানি লো সেলসো (প্যারিস সাঁ জাঁ), রডরিগো বাট্টাগ্লিয়া (স্পোর্টিং সিপি), ক্রিশ্চিয়ান পাভন (বোকা জুনিয়র্স), পাবলো পেরেজ (বোকা জুনিয়র্স)

ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), পাওলা দাইবালা (জুভেন্তাস), মাউরো ইকার্ডি (ইন্টার মিলান), সের্জিও আগুয়েরো (ম্যাঞ্চেস্টার সিটি), দিয়েগো পেরোতি (রোমা), লাউতারো মার্টিনেজ (রেসিং), গঞ্জালো হিগুয়েন (জুভেন্তাস)

পর্তুগাল পুরো দল

গোলকিপার: অ্যান্থনি লোপেজ (লিঁয়), বেটো (গোজতেপে), রুই প্যাট্রিসিও (স্পোর্টিং)

ডিফেন্ডার: আনতুনেস (গেটাফে), ব্রুনো আলভেস (রেঞ্জার্স), সেডরিক সোরেস (সাউদ্যাম্পটন), জোয়াও ক্যানসেলো (ইন্টার), জোস ফন্তে (ডালিয়ান ইফাং), লুইস নেটো (ফেনেরবাখ), মারিও রুই (নাপোলস), নেলসন সেমেদো (বার্সেলোনা), পেপে (বেসিকতাস), রাফায়েল গুয়েরেইরো (ডর্টমুন্ড), রিকার্ডো পেরেইরা (পোর্তো), রোলান্ডো (মারসেলহা), রুবেন ডায়াস (বেনফিকা)

মিডফিল্ডার: আদ্রিয়েন সিলভা (লেস্টার), আন্দ্রে গোমস ( বার্সেলোনা), ব্রুনো ফার্নান্ডেজ (স্পোর্টিং), জোয়াও মারিও (ওয়েস্ট হ্যাম), জোয়াও মটিনহো (মোনাকো), ম্যানুয়েল ফার্নান্ডেজ (লোকোমোটিভ মস্কো), রুবেন নেভেস (উল্ভস), সের্জিও অলিভেইরা (পোর্তো), উইলিয়াম কার্ভালো (স্পোর্টিং),

ফরোয়ার্ড: আন্দ্রে সিলভা (এসি মিলান), বার্নাডো সিলভা (ম্যাঞ্চেস্টার সিটি), ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (রিয়াল মাদ্রিদ), এডার (লোকোমোটিভ মস্কো), গেলসন  মার্টিন্স (স্পোর্টিং), গনজালো গুয়েদস (ভ্যালেন্সিয়া), নানি (লাজিও), পাউলিনহো (ব্রাগা), রিকার্ডো কোয়ারেসমা (বেসিকতাস), রনি লোপেজ (মোনাকো)

Cristiano Ronaldo Lionel Messi
Advertisment