IPL 2025 Final: সৌরভের কথায় ভিজল না চিড়ে, কলকাতা থেকে সরেই গেল আইপিএল ফাইনাল

IPL Playoff Venues: ইতিমধ্যে ২০২৫ আইপিএল টুর্নামেন্টের প্লে-অফ ভেন্যু ঘোষণা করা হয়েছে। বৃষ্টির দোহাই দিয়ে ফাইনাল ম্য়াচ ইডেন গার্ডেন্স থেকে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়েছে।

IPL Playoff Venues: ইতিমধ্যে ২০২৫ আইপিএল টুর্নামেন্টের প্লে-অফ ভেন্যু ঘোষণা করা হয়েছে। বৃষ্টির দোহাই দিয়ে ফাইনাল ম্য়াচ ইডেন গার্ডেন্স থেকে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
IPL Trophy and Sourav Ganguly

আইপিএল ট্রফি এবং সৌরভ গঙ্গোপাধ্যায়

IPL Final 2025: অনেকদিন ধরেই ভারতীয় ক্রিকেট সমর্থকরা অপেক্ষা করছিলেন। আইপিএল (IPL 2025) প্লে-অফ কোথায় আয়োজন করা হবে, তা নিয়ে যথেষ্ট জল্পনা চলেছে। অবশেষে বিসিসিআই (BCCI) যাবতীয় জল্পনার অবসান করে দিল। ফাইনাল ম্য়াচ সমেত প্লে-অফের ভেন্যু ঘোষণা করে দিল বোর্ড। এই ঘোষণার কারণে ২ দল যথেষ্ট সুবিধা পেতে পারে। অন্যদিকে, বড়সড় লোকসানের মুখে পড়েছে কলকাতার ইডেন গার্ডেন্স (Eden Gardens)। বৃষ্টির কারণে এই স্টেডিয়াম থেকে দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্য়াচ সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisment

এই স্টেডিয়ামে খেলা হবে ২০২৫ আইপিএল ফাইনাল

আগামী ২৯ মে প্লে-অফের প্রথম ম্য়াচ অর্থাৎ কোয়ালিফায়ার-১ আয়োজন করা হব। এই ম্য়াচটি নিউ চণ্ডীগড়ের নতুন PCA স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। এরপর ৩০ মে এলিমিনেটর ম্য়াচও এখানেই আয়োজন করা হবে। পয়লা জুন কোয়ালিফায়ার-২ ম্য়াচের আয়োজন করা হচ্ছে। এই ম্য়াচটি অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) আয়োজন করা হবে। শুধুমাত্র তাই নয়, ফাইনাল ম্য়াচটাও এখানেই আয়োজন করা হবে। খারাপ আবহাওয়ার কারণে ফাইনাল ম্য়াচটি কলকাতার ইডেন গার্ডেন্স থেকে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়েছে বলে বোর্ডের পক্ষ থেকে দাবি করা হচ্ছে।

Sourav Ganguly on Indian Army: 'ওরা আমাদের গর্ব, ওদের জন্যই...', ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ জানালেন সৌরভ

Advertisment

অথচ কয়েকদিন আগেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) এই ব্য়াপারে প্রশ্ন করা হয়েছিল। তিনি আশ্বাস দিয়েছিলেন যে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সঙ্গে CAB-র এই ব্য়াপারে আলোচনা হচ্ছে। দু'তরফের সম্পর্কই যথেষ্ট ভাল। আশা করা হচ্ছে, যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু, সৌরভের সেই আশ্বাসবাণীতেও শেষপর্যন্ত চিড়ে গলল না। অবশেষে ফাইনাল ম্য়াচ সরিয়েই নিয়ে যাওয়া হল।

Sourav Ganguly: 'এতটাও সহজ নয়...', ইডেনে IPL ফাইনাল নিয়ে মন্তব্য সৌরভের

অতিরিক্ত সুবিধা পাবে পঞ্জাব এবং গুজরাট

২০২৫ আইপিএল টুর্নামেন্টের প্লে-অফে তিনটে দল ইতিমধ্যে নিজেদের আসন পাকা করে ফেলেছে। এই তালিকায় রয়েছে পঞ্জাব কিংস, গুজরাট টাইটান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চতুর্থ স্থানটার জন্য আপাতত মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এই পরিস্থিতিতে অতিরিক্ত সুবিধা পেয়ে যাবে পঞ্জাব কিংস এবং গুজরাট টাইটান্স। কারণ এই দুটো দলের হোমগ্রাউন্ডেই প্লে-অফ ম্য়াচ আয়োজন করা হবে। 

BCCI Sourav Ganguly Narendra Modi Stadium Eden Gardens IPL 2025